অ্য়াডিলেড, 6 ডিসেম্বর:পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নেমেছিল ভারত ৷ যদিও তার ফায়দা তুলতে পারলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ দিনের প্রথম বলেই ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল ফেরায় চাপ বেড়ে গিয়েছিল ৷ অ্যাডিলেডের বাউন্সি পিচে সেই চাপ আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অজি পেসাররা ৷
শেষ পর্যন্ত অ্যাডিলেডে ভারত গুটিয়ে গেল 180 রানে ৷ 54 বলে 42 রান করা নীতিশ রেড্ডির ব্যাটেও দু'শো রানে পৌঁছতে পারল না টিম ইন্ডিয়া ৷ দক্ষিণী ব্যাটারকে খানিক সঙ্গ দেন ঋষভ পন্থ (35 বলে 21) ও রবিচন্দ্রন অশ্বিন (22 বলে 22) ৷
অ্যাডিলেড ওভালে টস জিতেছিলেন রোহিত শর্মা ৷ খানিকটা প্রত্যাশিতভাবেই প্রথমে ব্যাট করেছে ভারত ৷ প্রথম টেস্টের একাদশে থাকা ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল ও ওয়াশিংটন সুন্দর বসিয়ে টিমে এসেছিলেন রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন ৷ ব্যাট হাতে প্রত্যেকেই ব্যর্থ ৷
জয়সওয়াল ফেরার পর খেলাটা ধরার চেষ্টা করেছিলেন কেএল রাহুল (64 বলে 37) ও শুভমন গিল (51 বলে 31) ৷ গিল হাত খুলে খেলার চেষ্টা করলেও নড়বড়ে দেখাচ্ছিল রাহুলকে ৷ পাঁচবলের মধ্যে দু’বার ক্যাচ তুলেছিলেন তিনি ৷ যদিও অজিরা দু’টি ক্যাচই ফস্কায় ৷ তা সত্ত্বেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি কর্ণাটকী ব্যাটার ৷ খানিক পরে ফেরেন গিলও ৷
অ্যাডিলেডে প্রত্যাশার পারদ চড়েছিল বিরাট কোহলিকে ঘিরেন ৷ রানমেশিন ফিরলেন ব্যক্তিগত 7 রানে ৷ জাজমেন্ট করতে না-পেরে স্টার্কের বল তুলে দিলেন স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে ৷ ক্রিজে জমতে পারলেন না 23 বল খেলে ফেলা রোহিতও ৷ দলের স্বার্থে নিজের জায়গা ছেড়েছিলেন ৷ লোয়ার মিডল অর্ডারে আসা ক্যাপ্টেনও এদিন ব্যর্থ ৷
দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷ প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর এবার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের দিকেই তাকিয়ে টিম ইন্ডিয়া ৷