পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শ্রীলঙ্কাকে 82 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমির দৌড়ে ভারত

একই বছরে ভারত কি ফের বিশ্বসেরা হবে? মহিলাদের টি-20 বিশ্বকাপে 'লঙ্কা বধ' করে সেই আশা জিইয়ে রাখল ভারত ৷ মাঠে চলল হরমনপ্রীত-মান্ধানার ব্যাটিং তাণ্ডব ৷

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

ICC Womens T20 World Cup 2024
টি-20 বিশ্বকাপের সেমিতে ভারত (ইটিভি ভারত)

দুবাই, 10 অক্টোবর: পাকিস্তানের পর শ্রীলঙ্কা ৷ 82 রানের বড় জয়ে দ্বীপরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালের দাবি জোরালো করল ভারতের প্রমিলা বাহিনী ৷ বুধবার ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল ৷

এই ম্যাচে জয়ের কারিগর অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা ৷ লিগ টেবিলে এই মুহূর্তে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৷ তবে নেট রান রেটে অনেকটাই এগিয়ে অজিরা ৷ পাশাপাশি একটি ম্যাচ বেশি খেলেছেন হরমনপ্রীতরা। ভারতের ম্যাচ বাকি শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে। উল্লেখ্য, গ্রুপের 5টি দলের মধ্যে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এখনও 2টি করে ম্যাচ পাবে। যেখানে ভারতের হাতে রয়েছে একটি মাত্র ম্যাচ। শ্রীলঙ্কা 3 ম্যাচের তিনটিই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় গতকাল ৷

এদিন, দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত ৷ ওপেনিংয়ে নামেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ৷ 40 বলে 43 রান করে সাজঘরে ফিরে যান শেফালি ৷ মান্ধানা 38 বলে অর্ধশতরান করেন ৷ তাঁকে সঙ্গ দিতে ক্রিজে নামেন হরমনপ্রীত কৌর ৷ 27 বলে 52 রান করে তিনি অপাজিত থেকে যান ৷ নির্ধারিত 20 ওভারে 3 উইকেটের বিনিময়ে 172 রান করে উইমেন ইন ব্লু ৷

এদিকে দ্বীপরাষ্ট্রের হয়ে হাত ঘুরিয়ে অধিনায়ক চামারি আথাপাথু নেন এক উইকেট ও একটি উইকেট নেন আমা কাঞ্চানা ৷ তাঁর দু'জনে মিলে রান আউট করেন মান্ধানাকে ৷ ভারতের তোলা রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৷ একে একে উইকেট পড়তে থাকে তাদের ৷ কাভিশা দিলহারি ও অনুষ্কা সান্জিওয়ানি ও আমা কাঞ্চানা কোনওক্রমে 20 রানর কাছাকাছি পৌঁছয় ৷

অন্যাদেক, ভারতের অরুন্ধতি রেড্ডি ও আশা সোভানা 3টি করে উইকেট নেন ৷ 2টি উইকেট নেন রেণুকা ঠাকুর সিং ৷ শ্রেয়াঙ্কা পাতিল ও দীপ্তি সিং নেন একটি করে উইকেট ৷ শ্রীলঙ্কা মাত্র 90 রান তুলতে পারে ৷ 19.05 ওভারে শ্রীলঙ্কার 10 উইকেট নিয়ে 82 রানের জয় ছিনিয়ে নেয় ভারতের প্রমিলা বাহিনী ৷

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details