জোহানেসবার্গ, 16 নভেম্বর: 17 আগে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কুড়ি-বিশের বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতেছিল ভারত ৷ শুক্রবার রাতে ফের বিশ্বজয়ীদের দাপট দেখল জোহানেসবার্গ ৷ প্রথমে ব্যাট করে 20 ওভারে 283 রান তুলল ‘সূর্যকুমার অ্যান্ড কোং’ ৷ শতরান করলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে গেল 148 রানে ৷
ক্যারিবিয়ানে বিশ্বকাপের পর প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে মুখোমুখি হয়েছিল দুই ফাইনালিস্ট ৷ 3-1 ব্যবধানে সিরিজ জিতে ভারত বুঝিয়ে দিল, বিশ্বজয়ী দল ঠিক কেমন হয় ৷ জো’বার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ প্রথম থেকেই চালিয়ে খেলছিলেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ৷ 18 বলে 36 রান করে ক্রিজে ছাড়েন অভিষেক ৷ সেখান থেকে খেলাটা ধরে সঞ্জু-তিলক জুটি ৷
এদিন ক্রিজে সেট হতে বেশি বল খরচ করেননি দক্ষিণ ভারতের দুই তারকা ৷ রয়্যালস অধিনায়কের এদিনের অবদান 56 বলে অপরাজিত 109 রানের ইনিংস ৷ কম গেলেন না বর্মাও ৷ মাত্র 47 বলে তিলক করলেন 120 রান ৷ আইপিএলে এক ইনিংসে দুই ব্যাটারের শতরানের নজির থাকলেও বিশ্বক্রিকেটে তা ছিল না ৷ ‘মেন ইন ব্লু’র দাপটে সেই রেকর্ডও গড়ে ফেললেন সঞ্জু-তিলক ৷