গায়ানা, 28 জুন: চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্সের সিংহভাগ অবদান দলের বোলারদেরই ৷ কিন্তু তারকাখচিত ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপের সামনে সেমিফাইনালে কেমন পারফর্ম করে ভারতীয় বোলিং, দেখার প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ তাদের নিরাশ করলেন না অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা ৷ বৃহস্পতিবার গায়ানায় এই দু'য়ের ঘূর্ণির মায়াজালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইংরেজ ব্যাটিং ৷ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ভারতের দেওয়া 172 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র 103 রানেই গুটিয়ে গেল ব্রিটিশরা ৷ 68 রানে জিতে আরও একটা বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷
বল হাতে জয়ের নায়ক দুই স্পিনার হলে ব্যাট হাতে ফের সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ঝোড়ো ব্যাটিং সূর্যকুমার যাদবেরও ৷ সেমিতে 6টি চার, 2টি ছয়ে সাজানো হিটম্যানের 39 বলে 57 রানের ইনিংস ৷ সূর্য করলেন 36 বলে 47 রান ৷ মারলেন 4টি চার, 2টি ছক্কা ৷ গায়ানায় টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ ফের বিরাট কোহলির (9) ব্যর্থতার দিনে মূলত এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই 20 ওভারে 7 উইকেটে 171 রান তোলে টিম ইন্ডিয়া ৷