পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রেকর্ডে নাম লিখিয়ে কুড়ি-বিশের সিরিজেও টাইগারদের চুনকাম করল টিম ইন্ডিয়া - INDIA VS BANGLADESH T20I

টি-20 সিরিজেও ভারতের বিরুদ্ধে ল্যাজেগোবরে বাংলাদেশ ৷ সঞ্জুর ঝোড়ো শতরানে সিরিজের তৃতীয় ম্য়াচে ভারত জিতল 133 রানে ৷

NDIA WHITEWASHED BANGLADESH
টাইগারদের চুনকাম করল টিম ইন্ডিয়া (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 12, 2024, 10:56 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: টেস্ট সিরিজের পর ভারতের কাছে টি-20 সিরিজেও চুনকাম বাংলাদেশ ৷ সবমিলিয়ে ভারত সফরে এসে ক্লিন স্যুইপ নাজমুল হোসেন শান্তর দল ৷ প্রথম দু'টি ম্য়াচের তুলনায় সিরিজে তৃতীয় ম্য়াচে আরও করুণভাবে হারল বাংলাদেশ ৷ প্রথমে ব্য়াট করে ভারতের 297 রানের জবাবে বাংলাদেশ তুলল মাত্র 164 রান ৷ অর্থাৎ, সিরিজের শেষ ম্যাচে ভারত জিতল 133 রানে ৷

হায়দরাবাদে শনিবার ভারতের জয়ের নায়ক সঞ্জু স্যামসন ৷ টি-20 ক্রিকেটে এদিন কেবল প্রথম সেঞ্চুরিই করলেন না, কেরল ব্যাটার ভারতকে সাহায্য করলেন টি-20'তে নিজেদের সর্বাধিক রানের নজির গড়তে ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক 314 রানের নজির নেপালের ঝুলিতে থাকলেও টেস্ট প্লেয়িং নেশন হিসেবেও এদিন সর্বাধিক রানের নজির এল ভারতের ঝুলিতে ৷ বাংলাদেশ বোলারদের পিটিয়ে 40 বলে এদিন কেরিয়ারের প্রথম শতরানটি পূর্ণ করেন সঞ্জু ৷ রোহিত শর্মার পর ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন তিনি ৷ এদিন সঞ্জুর 47 বলে 111 রানের ইনিংসে ছিল 11টি চার, আটটি ছক্কা ৷

এছাড়া অধিনায়ক সূর্যকুমারের 35 বলে 75, হার্দিক পান্ডিয়ার 18 বলে 47 রানের ক্য়ামিয়ো ইনিংসে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 297 রান তোলে ভারত ৷ জবাবে তৌহিদ হৃদয়ের 42 বলে অপরাজিত 63 রান এবং লিটন দাসের ঝোড়ো 25 বলে 42 রান বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ প্রথম দু'টি ম্য়াচে না-থাকলেও এদিন প্রত্য়াবর্তনে তিন উইকেট নিলেন লেগস্পিনার রবি বিষ্ণোই ৷ স্পিডস্টার ময়াঙ্ক যাদবের ঝুলিয়ে গেল দু'টি উইকেট ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে 20 ওভারে সাত উইকেট হারিয়ে 164 রানেই শেষ টাইগারদের ইনিংস ৷

ABOUT THE AUTHOR

...view details