দুবাই, 23 ফেব্রুয়ারি: ভারতের সঙ্গে খেলতে নামার আগে প্র্যাকটিস ম্যাচে দেখা যায়নি পাক ব্যাটার বাবর আজমকে ৷ জানা যাচ্ছে তিনি বিশ্রামে ছিলেন ৷ অথচ অনুশীলনে মাঠে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ৷ প্রথম একাদশ নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ অন্যদিকে, বিরাট কোহলিকে নিয়ে ব্যঙ্গ করতে দেখা গিয়েছে, প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম ৷
কোচ এবং অধিনায়কের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে মহসিন নকভিকে। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রাউফের সঙ্গেও কথা বলেছেন। দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। পাশাপাশি, পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির নির্দেশ 'যে কোনও মূল্যে' জয় চাই ৷ শনিবার সন্ধ্যায় বাবরকে অনুশীলন সেশনে দেখা না-পাওয়াতেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে ৷ শোনা যাচ্ছে, আজ (রবিবার) বাবর আজমকে দেখা যাবে ভারত-পাক মহারণে ৷
ব্যাট হাতে বাবর আজম (এপি) উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটে-বলে উভয় বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে । 60 রানে হেরে যাওয়ার পর পাক ব্যাটারের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ ৷ 94 বলে 64 রান করে আজমকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ৷ এর মধ্যে ভারতের বিরুদ্ধে মহারণের আগে অনুশীলনে আসেননি। এই নিয়ে পাকিস্তানের তরফ থেকে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।
আগের অনুশীলন সেশনে পাকিস্তানের বাবর আজম (এপি) তবে, অনুশীলনের পরে সাংবাদিক বৈঠকে কোচ আকিব জাভেদ আজমের অনুপস্থিতি নিয়ে জানিয়েছেন যে, প্রাক্তন অধিনায়ক বিশ্রামে রয়েছেন ৷ জাভেদ প্রথম একাদশ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের অনুশীলন না করা নিয়ে নির্দিষ্ট কোনও কারণ জানাননি পাকিস্তানের কোচ। তাই স্বাভাবিক ভাবেই রবিবারের ম্যাচে বাবরের খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
অন্যদিকে, বিরাটকে নিয়ে মজা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম। যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের একটি টিভি চ্যানেলের লাইভ শোতে সঞ্চালক বিরাট কোহলির নাম নিতেই জোরে হেসে উঠেছেন তিনি। আসলে, টিভি চ্যানেলের উপস্থাপক আকরামকে বলেছিলেন যে কোহলি সম্পর্কে কিছু আলোচনা করা যাক। এর উত্তরে আকরাম বলেন, "যদি কোহলির কথা বলতে চাও, তাহলে স্টার স্পোর্টস দেখো।" এরপর, আকরাম লাইভ শোতে জোরে জোরে হাসতে শুরু করেন।