কানপুর, 27 সেপ্টেম্বর: বৃষ্টিতে প্রথমদিন অর্ধেকেরও বেশি খেলা ভেস্তে গেল কানপুর টেস্টের ৷ মর্নিং সেশনে আকাশদীপের দুরন্ত স্পেল ছাড়া সেই অর্থে বলার কিছু নেই প্রথমদিনের শেষে ৷ তবে মাঠের বাইরের ঘটনায় শুক্রবার শিরোনামে এল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ৷ এদিন গ্রিন পার্কের গ্য়ালারিতে বাংলাদেশের সুপার ফ্যানকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ৷
তিন বছর পর কানপুরে পাঁচদিনের আন্তর্জাতিক ম্য়াচ খেলছে ভারত ৷ শেষবার 2021 সালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াচ ড্র করেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু তিন বছর পর কানপুর টেস্টের প্রথমদিন গ্যালারিতে সফরকারী দলের সুপার ফ্যানকে হেনস্তার বড়সড় অভিযোগ উঠল ৷ জানা গিয়েছে, শুক্রবার ম্যাচের প্রথমদিন প্রথম সেশনের শেষে এই ঘটনা ঘটে ৷ হেনস্তার শিকার হওয়া টাইগার রবি নামে ওই অনুরাগীকে বাঘের বেশে বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক ম্যাচেই মাঠে থাকতে দেখা যায় ৷
হেনস্তার শিকার বাংলাদেশ সমর্থক (IANS Photo) ঘটনার প্রভাব মাঠের মধ্যে কোনওভাবেই পড়েনি ৷ পাশাপাশি কেনই বা এমন অনভিপ্রেত ঘটনা ঘটল, সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা না-গেলেও স্টেডিয়ামের 7-A গেটের কাছে বাংলাদেশ অনুরাগীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ৷ পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ৷
প্রাথমিকভাবে পুলিশ ঘটনার কথা অস্বীকার করলেও পরে সংবাদমাধ্যমের কাছে বাংলাদেশ সমর্থককে হেনস্তার কথা স্বীকার করে নেন কল্যাণপুরের সহকারি পুলিশ কমিশনার জানান, বাংলাদেশের সমর্থকের পেটে কয়েকজন ঘুষি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ যন্ত্রণার চোটে তিনি অজ্ঞান হয়ে যান বলেও জানান তিনি ৷ পুলিশের সহায়তাতেই ওই ফ্য়ানকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় বলেও জানিয়েছেন এসিপি ৷
বৃষ্টির কারণে এদিন কানপুরে নির্ধারিত সময়ে এক ঘণ্টা পর শুরু হয় ম্য়াচ ৷ মন্দ আলোর কারণে দ্বিতীয় সেশনেই শেষ হয়ে যায় প্রথমদিনের খেলা ৷ প্রথমদিন মাত্র 35 ওভার ব্য়াটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ ৷ দিনের শেষে সফরকারী দলের রান 3 উইকেটে 107 ৷