কলকাতা, 29 অক্টোবর: কলকাতা লিগে মিনি ডার্বির একাদশে মহামেডান চার ভূমিপুত্র রাখার নিয়ম ভাঙায় ম্যাচ ড্র হওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল পুরো পয়েন্ট পেয়েছিল ৷ নিয়মের দড়ি টানাটানিতে দেবীপক্ষে বিতর্ক তুঙ্গে উঠেছিল। কিন্তু আলোর উৎসবের আগে এই ইস্যুতে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। পয়েন্ট কেড়ে নেওয়া নয়, বরং সাদা-কালো শিবিরকে আর্থিক জরিমানা করল আইএফএ ৷
সোমবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে 50 হাজার টাকা আর্থিক জরিমানা করেছে আইএফএ। এদিন গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবারের সভায় উপস্থিত গভর্নিং বডির সদস্য ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী জানান, ওই ম্যাচের পয়েন্ট ইস্টবেঙ্গল নিতে রাজি নয়। এর আগে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে মহামেডান স্পোর্টিং সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছিল। যা গভর্নিং বডির কাছে পাঠানো হয়। সেই প্রেক্ষিতে সোমবার গভর্নিং বডির সভায় সাদা-কালো শিবিরের সম্পূর্ণ পয়েন্ট কেড়ে নেওয়ার বদলে দু'দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়।