পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘরোয়া লিগে নিয়ম ভেঙে আর্থিক জরিমানা মহামেডানের, তবে কাটা যাচ্ছে না পয়েন্ট - MOHAMMEDAN SC FINED

ভূমিপুত্র রাখার নিয়ম ভাঙায় সাদা-কালোকে আর্থিক জরিমানা করা হল ৷ প্রাথমিকভাবে পয়েন্ট কেটে নেওয়া হলেও তা প্রত্যাহার হল ৷ কিন্তু কেন ?

IFA GOVERNING BODY MEETING
গভর্নিং বডির সভা (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 4:41 PM IST

কলকাতা, 29 অক্টোবর: কলকাতা লিগে মিনি ডার্বির একাদশে মহামেডান চার ভূমিপুত্র রাখার নিয়ম ভাঙায় ম্যাচ ড্র হওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল পুরো পয়েন্ট পেয়েছিল ৷ নিয়মের দড়ি টানাটানিতে দেবীপক্ষে বিতর্ক তুঙ্গে উঠেছিল। কিন্তু আলোর উৎসবের আগে এই ইস্যুতে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। পয়েন্ট কেড়ে নেওয়া নয়, বরং সাদা-কালো শিবিরকে আর্থিক জরিমানা করল আইএফএ ৷

সোমবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে 50 হাজার টাকা আর্থিক জরিমানা করেছে আইএফএ। এদিন গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবারের সভায় উপস্থিত গভর্নিং বডির সদস্য ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী জানান, ওই ম্যাচের পয়েন্ট ইস্টবেঙ্গল নিতে রাজি নয়। এর আগে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে মহামেডান স্পোর্টিং সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছিল। যা গভর্নিং বডির কাছে পাঠানো হয়। সেই প্রেক্ষিতে সোমবার গভর্নিং বডির সভায় সাদা-কালো শিবিরের সম্পূর্ণ পয়েন্ট কেড়ে নেওয়ার বদলে দু'দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়।

গত 20 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ায় দু'দলই একটি করে পয়েন্ট পেয়েছিল। এছাড়াও সোমবারের সভায় স্থির হয় আগামিদিনে আইএফএ নির্ধারিত ক্রীড়াসূচির দিন পরিবর্তনের জন্য কোনও ক্লাবের কোনওরকম আবেদন গৃহিত হবে না। ইস্টবেঙ্গলের পক্ষে দীপঙ্কর চক্রবর্তী জানান, তারা কখনোই না-খেলে পয়েন্ট নিতে চান না। বয়সের নিয়ম ভাঙার বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোনও প্রতিবাদ করেনি। শুধু চিঠি দিয়েছিল মাত্র। তবে নিয়মের টানাপোড়েনে পয়েন্ট কেটে নেওয়ার বিতর্ক দূর হলেও ভবানীপুর বাকি ম্যাচ খেলবে কি না, তা পরিষ্কার নয় ৷

যদিও সোমবারের বৈঠকের সিদ্ধান্তে খুশি ডায়মণ্ড হারবার এফসি। তাদের তরফে জানানো হয়েছে, লিগ জয়ের দৌড়ে ডায়মন্ড হারবার ক্লাব রয়েছে। তবে বাকি ম্যাচের সূচি আইএফএ দেওয়ার সময় ক্লাবগুলোর সুবিধা দেখলে ভালো হয়। কারণ, ফুটবলারদের পাওয়া নিয়ে সমস্যা রয়েছে ৷ উল্লেখ্য, কিবু ভিকুনা প্রশিক্ষণাধীন ক্লাবের 14 জন ফুটবলার সন্তোষ ট্রফিতে খেলতে ব্যস্ত।

ABOUT THE AUTHOR

...view details