পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিতর্কের ঘূর্ণাবর্তে রবির বড় ম্যাচ, টিফোয় নিষেধাজ্ঞা লাল-হলুদের - Tifos disallowed in Kolkata Derby

ISL Kolkata Derby: টিকিট নিয়ে বিতর্ক মিটতে না-মিটতেই এবার টিফো বিতর্ক ৷ রবিবার যুবভারতীতে ডার্বির গ্য়ালারিতে টিফো আনতে পারবেন না দু'দলের সমর্থকেরা ৷ জানিয়ে দিল আয়োজক ইস্টবেঙ্গল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 8:43 AM IST

কলকাতা, 9 মার্চ: রবিবার চলতি আইএসএলের ফিরতি বড় ম্যাচ ৷ তার আগে বাঙালির আবেগের ম্যাচ ঘিরে রোজই নয়া বিতর্ক দানা বাঁধছে ৷ আয়োজক ইস্টবেঙ্গল ডার্বিতে টিকিটের দামে বৈষম্য রাখায় গত কয়েকদিন ধরে সরগরম ছিল ময়দান ৷ শুক্রবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে সেই সমস্যা মিটেছে ৷ নতুন নির্দেশিকায় টিকিটের দামে বৈষম্য রাখা না-হলেও সমস্যা যে পুরোপুরি মিটেছে, তা বলা যাবে না ৷ এরইমধ্যে শুক্রবার সন্ধেয় স্টেডিয়ামে কী কী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, তার তালিকা জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে ৷

টিকিট নিয়ে ইস্টবেঙ্গলের নির্দেশিকার পরেও মোহনবাগানের দাবি, আদতে টিকিটের দামে বৈষম্য রয়ে গিয়েছে। শুক্রবার রাতে মোহনবাগানের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রথম পর্বের ডার্বিতে মোহনবাগান সদস‌্যদের ছাড় দিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু দু'পক্ষের সমর্থকদের একই দাম দিয়ে টিকিট কিনতে হয়েছে।" বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "রাত সাড়ে আটটা পর্যন্ত 'বুক মাই শো'য়ে টিকিটের দামে কোনওরকম পরিবর্তন দেখা যায়নি।" অর্থাৎ ইস্টবেঙ্গল যে প্রেস রিলিজ দিয়েছে, তা মিথ‌্যে।

এদিকে টিফো নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আয়োজক ইস্টবেঙ্গল ৷ তাতে অসন্তুষ্ট দু'দলের সমর্থকেরাই। সাম্প্রতিক অতীতে বড় ম্যাচে গ্যালারিতে টিফোর ব্যবহার গ্যালারির চরিত্রে নতুন আঙ্গিক এনেছে। এতে নিজেদের দলকে সমর্থনের পাশাপাশি উদ্দেশ্য থাকে বিপক্ষ দলকে খোঁচা দেওয়া। এর মধ্যে কিছু টিফোর বিষয় অতীতে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিতর্ক উসকে দিয়েছে। কিন্তু রবিবারের ডার্বিতে বিতর্কের গন্ধ যাতে না-ছড়ায় তাই আয়োজক ইস্টবেঙ্গল সতর্ক। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমর্থকেরা টিফো নিয়ে প্রবেশ করতে পারবেন না।

আইএসএলের শুরু থেকে ইস্টবেঙ্গল টিফোর অনুমতি না-দিলেও পরের দিকে তারা অনুমতি দিতে থাকে। তবে এর জন্য কিছু ফ্যান ক্লাবকে বেছে নেওয়া হয় ৷ ম্যাচের আগে টিফোর ছবিতে দলের তরফে অনুমতি দেওয়া হয়, তারপর সেই টিফো নিয়ে প্রবেশ করতে পারেন সমর্থকরা। গত ডার্বিতেও টিফো নিয়ে প্রবেশ করেছিলেন সমর্থকরা। সেবার মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ টিফোর অনুমতি দেয়। কিন্তু ব্য়তিক্রম ইস্টবেঙ্গল ৷

ডার্বিতে কী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না সেই তালিকা তালিকায় টিফো ছাড়াও রয়েছে অনেক জিনিস। একনজরে দেখে নেওয়া যাক কী কী নিয়ে প্রবেশ করা যাবে না ডার্বিতে। স্টেডিয়ামে নিষিদ্ধের তালিকায় রাখা রয়েছে সিগারেট, হেলমেট, বোতল, ছুরি, রেডিও, ক্যামেরা, ব্যাগ, ছাতা, বন্দুক, কোনওরকম পশু, ড্রাম, স্মোক, মাইক, খাবার, টিফো, মশাল, লাইটার, বাজি, দেশলাই।

শনিবার থেকে শুরু হচ্ছে টিকিট রিডিম করা ও অফলাইনে বড় ম্যাচের টিকিট বিক্রি। ম্যাচের একদিন আগে এটা হওয়ায় সমর্থকরা যে সমস্যায় পড়বেন. তা আর আলাদা করে বলার অবকাশ রাখে না। তাই ফিরতি ডার্বি যেন বিতর্কের ঘূর্ণাবর্তে জড়িয়েই রয়েছে।

আরও পড়ুন:

  1. মোহনবাগানকে কটাক্ষ, ক্রীড়ামন্ত্রী আসরে নামতেই টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল
  2. সুপার সিক্স নিয়ে ভাবতে নারাজ কুয়াদ্রাত, নজরে শুধুই কলকাতা ডার্বি

ABOUT THE AUTHOR

...view details