কলকাতা, 9 মার্চ: রবিবার চলতি আইএসএলের ফিরতি বড় ম্যাচ ৷ তার আগে বাঙালির আবেগের ম্যাচ ঘিরে রোজই নয়া বিতর্ক দানা বাঁধছে ৷ আয়োজক ইস্টবেঙ্গল ডার্বিতে টিকিটের দামে বৈষম্য রাখায় গত কয়েকদিন ধরে সরগরম ছিল ময়দান ৷ শুক্রবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে সেই সমস্যা মিটেছে ৷ নতুন নির্দেশিকায় টিকিটের দামে বৈষম্য রাখা না-হলেও সমস্যা যে পুরোপুরি মিটেছে, তা বলা যাবে না ৷ এরইমধ্যে শুক্রবার সন্ধেয় স্টেডিয়ামে কী কী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, তার তালিকা জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে ৷
টিকিট নিয়ে ইস্টবেঙ্গলের নির্দেশিকার পরেও মোহনবাগানের দাবি, আদতে টিকিটের দামে বৈষম্য রয়ে গিয়েছে। শুক্রবার রাতে মোহনবাগানের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রথম পর্বের ডার্বিতে মোহনবাগান সদস্যদের ছাড় দিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু দু'পক্ষের সমর্থকদের একই দাম দিয়ে টিকিট কিনতে হয়েছে।" বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "রাত সাড়ে আটটা পর্যন্ত 'বুক মাই শো'য়ে টিকিটের দামে কোনওরকম পরিবর্তন দেখা যায়নি।" অর্থাৎ ইস্টবেঙ্গল যে প্রেস রিলিজ দিয়েছে, তা মিথ্যে।
এদিকে টিফো নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আয়োজক ইস্টবেঙ্গল ৷ তাতে অসন্তুষ্ট দু'দলের সমর্থকেরাই। সাম্প্রতিক অতীতে বড় ম্যাচে গ্যালারিতে টিফোর ব্যবহার গ্যালারির চরিত্রে নতুন আঙ্গিক এনেছে। এতে নিজেদের দলকে সমর্থনের পাশাপাশি উদ্দেশ্য থাকে বিপক্ষ দলকে খোঁচা দেওয়া। এর মধ্যে কিছু টিফোর বিষয় অতীতে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিতর্ক উসকে দিয়েছে। কিন্তু রবিবারের ডার্বিতে বিতর্কের গন্ধ যাতে না-ছড়ায় তাই আয়োজক ইস্টবেঙ্গল সতর্ক। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমর্থকেরা টিফো নিয়ে প্রবেশ করতে পারবেন না।