কলকাতা, 9 ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় হরিয়ানা। প্রথম ইনিংসে মুম্বইয়ের 315 রানের জবাবে ইডেন গার্ডেন্সে দ্বিতীয়দিনের শেষে হরিয়ানা পাঁচ উইকেটে 263 রান। শতরান হাঁকালেন হরিয়ানা অধিনায়ক অঙ্কিত কুমার (136) ৷ ফলত তৃতীয়দিন আজিঙ্কা রাহানের দলকে টপকে লিড নিতে হরিয়ানার প্রয়োজন আর 52 রান। হাতে পাঁচ উইকেট। 22 রানে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক রোহিত প্রমোদ শর্মা ৷ অনুজ ঠাকরাল অপরাজিত পাঁচ রানে।
আট উইকেটে 278 রান নিয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়দিন মাঠে নামে রঞ্জির সর্বাধিক চ্যাম্পিয়নরা ৷ শেষ দুই উইকেটে 35 রান যোগ করে মুম্বই অলআউট হয় 315 রানে। তনুশ কোটিয়ান থামেন সেঞ্চুরি থেকে তিন রান দূরে। তাঁর 173 বলে 97 ইনিংস সাজানো ছিল 13টি বাউন্ডারিতে। মোহিত অবস্থি অপরাজিত থাকেন 18 রানে। হরিয়ানা বোলারদের মধ্যে অংশুল কম্বোজ এবং সুমিত কুমার তিনটি করে উইকেট নিয়ে সবচেয়ে সফল।