কলকাতা, 24 মার্চ: টুর্নামেন্টের কোড অফ কন্ডাক্ট ভেঙে শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্স পেসার হর্ষিত রানা ৷ ম্যাচ ফি'র 60 শতাংশ কাটা গেল কেকেআর পেসারের ৷ শনিবার ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে 4 রানে হারায় নাইটরা ৷ সেই ম্যাচে অরেঞ্জ আর্মির ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের উইকেট নেওয়ার পর, তাঁকে 'সেন্ড-অফ' অর্ডার দেন হর্ষিত ৷ মনে করা হচ্ছে সেই কারণেই এই শাস্তি ৷ আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ানের ধারায় নাইট পেসার দু’টি অপরাধ করেছেন বলে ম্যাচ রেফারি তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন ৷
আইপিএল গভর্নিং কাউন্সিলের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হর্ষিত রানা আইপিএল কোড অফ কনডাক্টের (2.5) অন্তর্গত নিয়ম ভেঙেছেন ৷ দু’টি নিয়ম ভাঙায় প্রথম অপরাধের জন্য 10 শতাংশ ও দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় 50 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে হর্ষিত রানার ৷ তবে, আইপিএল কাউন্সিলের বিবৃতিতে ঠিক কোন দু’টি অপরাধে তাঁর 60 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে, তা উল্লেখ করা হয়নি ৷
উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদ 209 রানে টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ৷ দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল (32) এবং অভিষেক শর্মা (32) প্রথম উইকেটে 60 রানের পার্টনারশিপ করেন ৷ কেকেআরকে প্রথম সাফল্যটি এনে দেন রানাই ৷ ময়াঙ্ককে আউট করে তাঁর দিকে ফ্লাইং কিস দিতে দেখা যায় 22 বছরের পেসারকে ৷ পালটা ময়াঙ্ক নাইট পেসারের দিকে ক্ষিপ্ত চোখে তাকান ৷ টিভি ক্যামেরায় তা ধরাও পড়ে ৷ মনে করা হচ্ছে, রানার এই আচরণের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
বিবৃতিতে বলা হয়েছে, "রানার বিরুদ্ধে দু’টি নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে এবং ম্যাচ রেফারি তাতে মান্যতা দিয়েছেন ৷ কোড অফ কবনডাক্টের লেভেল ওয়ানের নিয়ম ভাঙায় ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও শেষ কথা বলবে ৷" তবে 60 শতাংশ ম্যাচ ফি কাটা যাওয়ার দুঃখের থেকে, নাইট রাইডার্সের 4 রানের জয় বেশি আনন্দ দেবে রানাকে ৷ যেখানে শেষ ওভারে 13 রান ডিফেন্ড করে কেকেআরের জয়ের নায়ক তিনিই ৷
আরও পড়ুন:
- মোতেরায় প্লে-অফস, মহারণ কোথায় ? আইপিএল ফাইনালের দিনক্ষণ ঘোষণা বোর্ডের
- স্টার্ক-কামিন্সের মঞ্চে উজ্জ্বল রানা-সুয়শ, হায়দরাবাদ 'বধ' করে অভিযান শুরু কলকাতার
- মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার