পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নয়া ভূমিকায় ইস্টবেঙ্গলের প্রাক্তনী ! বুট তুলে রেখে কোচিংয়ে হরমনজোৎ - HARMANJOT SINGH KHABRA RETIRES

চলতি মরশুমে তাঁর চুক্তি আর নবীকরণ করেনি ইস্টবেঙ্গল । সেই হরমনজোৎ সিং খাবরা এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ৷

HARMANJOT SINGH KHABRA RETIRES
নয়া ভূমিকায় ইস্টবেঙ্গলের প্রাক্তনী (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 23, 2024, 5:22 PM IST

কলকাতা, 23 নভেম্বর:হরমনজোৎ সিং খাবরা ৷ ফুটবলে নতুন ইনিংস শুরু করার মুখে পঞ্জাব তনয় । বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেওয়ার পর এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জাতীয় দলের এই প্রাক্তন তারকা ।

আই লিগ ক্লাব দিল্লি এফসি’র সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক । এবার রঞ্জিত বাজাজের ক্লাবে তিনি কাজ করবেন ইয়ান ল’র সঙ্গে । গত মরশুমেও লাল-হলুদ জার্সিতে খেলেছেন হরমনজোৎ সিং । কার্লেস কুয়াদ্রাতের দলে শুরুতে মানিয়ে নিয়ে নির্ভরতা দিয়েছিলেন । কিন্তু পরে চোট পেয়ে ছিটকে যান । চলতি মরশুমে তাঁর চুক্তি আর নবীকরণ করেনি ইস্টবেঙ্গল ।

বুট তুলে রেখে কোচিংয়ে হরমনজোৎ (ইটিভি ভারত)

ট্রেভর জেমস মরগ্যানের কোচিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করা হরমনজোৎ খাবরা জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন । নিয়মিত খেলেও ছিলেন । এমনকী আই লিগের বিতর্কিত ডার্বিতে গোল করেছিলেন খাবরা । ওই ম্যাচে রেফারির সঙ্গে বচসা করে লাল কার্ড দেখেছিলেন ওডাফা । সেই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি । দর্শকদের ছোঁড়া ইটে মাথা ফাটে রহিম নবির । মোহনবাগান ডার্বি না-খেলে দল প্রত্যাহার করে নিয়েছিল ।

ইস্টবেঙ্গলের পরে খাবরা বেঙ্গালুরু এফসিতে চলে যান । সেখানে আই লিগ এবং আইএসএল জেতার কৃতিত্বের শরিক । বর্ণময় ফুটবল জীবনে ইতি টেনে এবার খাবরা কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন । আপাতত সহকারী কোচ হিসেবে যোগ দিলেও পরবর্তী সময়ে প্রো লাইসেন্স করে প্রথম সারির কোচ হওয়া লক্ষ্য । ইস্টবেঙ্গলের প্রাক্তনী বলেছেন, “ফুটবল আমাকে দিয়েছে । ফুটবলের জন্যই আমি প্রতিষ্ঠা পেয়েছি । এবার ফুটবলকে ফিরিয়ে দিতেই কোচিং করাতে চাই ।”

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details