পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আগুনে বোলিং হ্য়ারিসের, সাত বছর পর অস্ট্রেলিয়াকে তাঁদের মাটিতে হারাল পাকিস্তান

নয়া ক্যাপ্টেনের অধিনায়কত্বে সাত বছর পর অজিভূমে জয় পেল পাকিস্তান ৷ বিধ্বংসী বোলিং হ্য়ারিস রউফের ৷ পাঁচ উইকেট নিলেন তিনি ৷

HARIS RAUF
অ্যাডিলেডে বিধ্বংসী বোলিং রউফের (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 8, 2024, 7:39 PM IST

অ্যাডিলেড, 8 নভেম্বর: গত ম্যাচেও তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারে ধস নামিয়েছিলেন ৷ কিন্তু তাঁর সেই লড়াই ব্যর্থ হয়েছিল ৷ তবে শুক্রবার জলে গেল না হ্য়ারিস রউফের বিধ্বংসী স্পেল ৷ ডানহাতি জোরে বোলারের পাঁচ উইকেটে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের ঘরের মাটিতে ওডিআই সিরিজে সমতা ফেরাল পাকিস্তান ৷ 23.3 ওভার বাকি থাকতে অ্যাডিলেডে এদিন বিশ্বচ্যাম্পিয়নদের মাটি ধরাল সফরকারী ৷ নয়া অধিনায়ক মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে সাত বছর অজিভূমে কোনও ওডিআই ম্যাচ জিতল পাকিস্তান ৷

শেষবার 2017 সালে মহম্মদ হাফিজের নেতৃত্বাধীন পাকিস্তান শেষবার অস্ট্রেলিয়াকে তাঁদের দেশে শেষবার হারিয়েছিল ৷ ছয় উইকেটে সেই ম্যাচ জিতেছিব 'গ্রিন আর্মি' ৷ আর এদিন নয় উইকেটে বিশাল জয় পেল পাকিস্তান ৷ 141 বল থাকতে এই হার ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক ব্যবধানে হার ৷

গত ম্যাচে দুই উইকেটে হারের পর অ্যাডিলেডে টস জিতে এদিন প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক রিজওয়ান ৷ ম্যাথিউ শর্ট এবং জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক, দুই ওপেনারকে ফিরিয়ে অজি শিবিরে প্রাথমিক জোড়া ধাক্কা দেন শাহিন আফ্রিদি ৷ এরপর অ্যাডিলেডে আগুনে বোলিং শুরু হয় হ্য়ারিস রউফের ৷ জস ইংলিস, মার্নাস লাবুশান, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল ও অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট ঝুলিতে ভরেন রউফ ৷ আট ওভার হাত ঘুরিয়ে 29 রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি ৷

অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক 35 রান আসে স্টিভ স্মিথের ব্যাটে ৷ শেষ পর্যন্ত 35 ওভারে 163 রানে অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা ৷ জবাবে দুই ওপেনার সঈম আয়ুব এবং আবদুল্লাহ শফিকের ঝোড়ো ব্যাটেই জয়ের রাস্তা পাকা হয়ে যায় সফরকারী দলের ৷ ওপেনিং জুটি 137 রান তুলে 82 রানে আউট হন মাত্র দ্বিতীয় ম্য়াচ খেলা আযুব ৷ 71 বলে তাঁর এই ইনিংস সাজানো ছিল 5টি চার ও 6টি ছক্কায় ৷ তবে প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে (15) সঙ্গে নিয়ে মাত্র 26.2 ওভারে দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন আবদুল্লাহ ৷ 69 বলে 64 রান আসে তাঁর ব্য়াটে ৷ মারেন 4টি চার, 3টি ছয় ৷ রবিবার পারথে অনুষ্ঠিত হবে সিরিজের নির্ণায়ক ম্য়াচ ৷

ABOUT THE AUTHOR

...view details