পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পুরনো দলের বিরুদ্ধে হাত ঘুরিয়ে উইকেটহীন হার্দিক, মুম্বইয়ের সামনে চ্যালেঞ্জিং টার্গেট - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: আইপিএল 2023-এ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে রানার্স হয়েছিল গুজরাত টাইটান্স ৷ দল বদলে এবার তিনি দায়িত্ব নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ৷ রবিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আমেদাবাদের মাঠে মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স ৷ টস জিতে অধিনায়ক হার্দিক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ৷ 168 রানে শুভমনদের বেঁধে রাখল মুম্বই ৷

Indian Premier League 2024
Indian Premier League 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 11:05 PM IST

আমেদাবাদ, 24 মার্চ:দল বদলে হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্য়াবর্তন করতেই অধিনায়কত্ব খুইয়েছেন রোহিত শর্মা ৷ পাঁচবারের চ্য়াম্পিয়ন অধিনায়কের জুতোয় পা গলিয়ে হার্দিকের মুম্বইয়ে প্রত্যাবর্তন কেমন হয়, দেখার অপেক্ষায় অনুরাগীরা ৷ প্রত্যাবর্তনে এদিন পুরনো দলের বিরুদ্ধে এদিন টসভাগ্য সঙ্গ দিল হার্দিক পান্ডিয়াকে ৷ যদিও প্রথমে ব্য়াট করে মুমব্ইকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল 2022 চ্যাম্পিয়নরা ৷ সৌজন্যে সাই সুদর্শনের 45 এবং অধিনায়ক শুভমন গিলের 31 ৷

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে এদিন 6 উইকেটে 168 রান তুলল গুজরাত ৷ 4 ওভারে 14 রান দিয়ে তিন উইকেট নিয়ে টুর্নামেন্টের শুরুতেই উজ্জ্বল জসপ্রীত বুমরা ৷ তবে পুরনো দলের বিরুদ্ধে তিন ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেট পেলেন না হার্দিক পান্ডিয়া ৷ খরচ করলেন 30 রান ৷ গিলের 22 বলে 31 এবং সুদর্শনের 39 বলে 45 রানে ভর করেই এদিন দেড়শো পেরোয় গুজরাত ৷

শেষদিকে অবশ্য 15 বলে 22 রানের মূল্যবান ইনিংস আসে রাহুল তেওয়াটিয়ার ব্যাটে ৷ বুমরা ছাড়াও 2টি উইকেট নিয়ে আইপিএলে আত্মপ্রকাশটা ভালোই হল প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েৎজের ৷ একটি উইকেট পান পীযূষ চাওলা ৷ জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ঈশান কিষানের উইকেট হারালেও ব্যাট হাতে দুরন্ত 43 রানের ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ৷ হিটম্যানের 29 বলের ইনিংসে ছিল 7টি চার, 1টি ছক্কা ৷

পরবর্তীতে ডেওয়াল্ড ব্রেভিসের 46 রানের ইনিংসে প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যে মুম্বই ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত 18 ওভারে 5 উইকেট হারিয়ে রান তুলেছে ইন্ডিয়ান্স ৷ অর্থাৎ, ম্যাচ জিততে 12 বলে 27 রান প্রয়োজন হার্দিকের দলের ৷

আরও পড়ুন:

  1. ব্যর্থ রাহুল-পুরানের লড়াই, সঞ্জুর ব্যাটে লখনউ 'বধ' রাজস্থানের
  2. সপ্তাহ না-ঘুরতেই মধুর বদলা, জুনিয়র লিগের ফিরতি ডার্বি জয় ইস্টবেঙ্গলের
  3. ঝোড়ো ব্যাটিং সঞ্জুর, লখনউকে 194 রানের টার্গেট দিল রাজস্থান

ABOUT THE AUTHOR

...view details