বেঙ্গালুরু, 16 এপ্রিল: শুরুর ছয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে এসেছে মাত্র 32 রান ৷ যেখানে তাঁর গড় মাত্র 5.33 ৷ এই পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে তাঁর ফর্ম মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছিল ৷ সেটা নিজেই বুঝতে পেরেছিলেন ম্যাক্সওয়েল ৷ তাই অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে 'মানসিক' ও 'শারীরিক' ভাবে বিরতি নিলেন অজি ক্রিকেটার ৷ সোমবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এ কথা নিজেই জানান তিনি ৷
আরসিবির তরফে জানানো হয়েছিল, আঙুলে চোট থাকায় সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম একাদশে নেই ম্যাক্সওয়েল ৷ কিন্তু, সাংবাদিক বৈঠকে এসে ম্যাক্সওয়েল জানালেন, তিনি নিজেই সরে গিয়েছেন ম্যাচ থেকে ৷ তবে, কেন ? ম্যাডম্যাক্স বলেন, "এটা খুবই সহজ একটা সিদ্ধান্ত ৷ আমি শেষ ম্যাচের পর ফাফ এবং কোচদের কাছে যাই এবং তাঁদের বলি, এবার সময় এসেছে আমাদের অন্য কারওকে সুযোগ দেওয়ার ৷ আসলে এটাই সঠিক সময় আমার নিজেকে মানসিক ও শারীরিকভাবে একটা বিরতি দেওয়ার ৷ যাতে আমার শরীর ঠিক থাকে ৷ আর যদি আমাকে টুর্নামেন্টের মাঝে খেলতে হয় ৷ তাহলে, আশা করছি মানসিক ও শারীরিকভাবে অনেক বেশি সুস্থভাবে ফিরতে পারব ৷ যেখান থেকে আমি প্রভাব ফেলতে পারব ৷"