জয়পুর, 27 ডিসেম্বর: দিনকয়েক আগেই শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবর অবাক করেছিল ময়দানকে ৷ মাত্র 39 বছর বয়সে ঘুমের মধ্যে প্রয়াত হয়েছিলেন বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ৷ এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজস্থানের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার যশ গৌড়ের ৷ জয়পুরে একটি ক্রিকেট টুর্নামেন্টে ফিল্ডিং করার সময় লুটিয়ে পড়েন 58 বছর বয়সি এই ক্রিকেটার ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷
জানা গিয়েছে বুধবার সকালে জয়পুরে স্থানীয় ডাবল-উইকেট টুর্নামেন্ট খেলছিলেন যশ গৌড় ৷ সেখানে বোলিংও করেন তিনি ৷ বোলিং সেরে ফিল্ডিং করার সময় আচমকা লুটিয়ে পড়েন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ যশ গৌড়ের মৃত্যুতে শোকাহত জয়পুরের ক্রিকেট অনুরাগীরা ৷ দুর্ঘটনার সময় মাঠে হাজির ছিলেন রাজস্থানের আরও এক প্রাক্তন রঞ্জি ক্রিকেটার নলিন জৈন ৷ তিনি জানান, লুটিয়ে পড়ার সময় স্কোয়্য়ার লেগে ফিল্ডিং করছিলেন যশ ৷ একটি ক্য়াচ ধরার জন্য দৌড়ের মাঝেই মাটিতে পড়ে যান তিনি ৷