পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিল্ডিংয়ের মাঝেই লুটিয়ে পড়লেন, প্রয়াত রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার - RAJASTHAN CRICKETER DIES

বাইশ গজে ফের মৃত্যুর ঘটনা ৷ ফিল্ডিংয়ের মাঝেই মৃত্যু প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের ৷ দিনকয়েক আগে অকালে প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ৷

REPRESENTATIVE IMAGE
প্রতীকী ছবি (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Dec 27, 2024, 2:49 PM IST

Updated : Dec 27, 2024, 2:55 PM IST

জয়পুর, 27 ডিসেম্বর: দিনকয়েক আগেই শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবর অবাক করেছিল ময়দানকে ৷ মাত্র 39 বছর বয়সে ঘুমের মধ্যে প্রয়াত হয়েছিলেন বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ৷ এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজস্থানের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার যশ গৌড়ের ৷ জয়পুরে একটি ক্রিকেট টুর্নামেন্টে ফিল্ডিং করার সময় লুটিয়ে পড়েন 58 বছর বয়সি এই ক্রিকেটার ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷

জানা গিয়েছে বুধবার সকালে জয়পুরে স্থানীয় ডাবল-উইকেট টুর্নামেন্ট খেলছিলেন যশ গৌড় ৷ সেখানে বোলিংও করেন তিনি ৷ বোলিং সেরে ফিল্ডিং করার সময় আচমকা লুটিয়ে পড়েন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ যশ গৌড়ের মৃত্যুতে শোকাহত জয়পুরের ক্রিকেট অনুরাগীরা ৷ দুর্ঘটনার সময় মাঠে হাজির ছিলেন রাজস্থানের আরও এক প্রাক্তন রঞ্জি ক্রিকেটার নলিন জৈন ৷ তিনি জানান, লুটিয়ে পড়ার সময় স্কোয়্য়ার লেগে ফিল্ডিং করছিলেন যশ ৷ একটি ক্য়াচ ধরার জন্য দৌড়ের মাঝেই মাটিতে পড়ে যান তিনি ৷

হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷ প্রাক্তন ক্রিকেটার নলিন জৈন এ ব্য়াপারে জানান, ফিটনেস ইস্যুতে বরাবরই সতর্ক ছিলেন যশ গৌড় ৷ স্বাভাবিকভাবেই ফিটনেস সচেতন এমন এক ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত রাজস্থান ক্রিকেট ৷ পেশায় ব্যবসায়ী প্রয়াত ক্রিকেটার আটের দশকে রাজস্থানের রঞ্জি দলে জায়গা করে নিয়েছিলেন ৷ যদিও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি কখনোই ৷ তাতে ক্রিকেটের প্রতি আসক্তি কমেনি তাঁর ৷ পঞ্চাশ পেরিয়েও নিজেকে নিয়মিত খেলাধুলোর মধ্যে রেখেছিলেন তিনি ৷

গত সোমবার ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের ৷ একাধিক প্রথম শ্রেণি ও লিস্ট এ ম্যাচ বাংলার হয়ে খেলেছিলেন শুভজিৎ ৷ পাশাপাশি ইস্টবেঙ্গলের অধিনায়কত্বও করেছেন তিনি ৷ প্রাতঃরাশ সেরে ঘুমিয়েছিলেন শুভজিৎ ৷ ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷

আরও পড়ুন:

Last Updated : Dec 27, 2024, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details