পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তাঁর জহুরির চোখ চিনেছিল সচিনকে, ছিয়াত্তরে প্রয়াত মিলিন্দ রেগে - MILIND REGE DIES

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার মিলিন্দ রেগে ৷ সচিন তেন্ডুলকরকে মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ দেওয়া প্রাক্তন নির্বাচকের মৃত্যুতে শোক ভারতীয় ক্রিকেটে ৷

MILIND REGE DIES
বন্ধুহারা সুনীল গাভাসকর (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Feb 19, 2025, 4:19 PM IST

মুম্বই, 19 ফেব্রুয়ারি: গত রবিবার 76 পূর্ণ করে পা দিয়েছিলেন 77-এ ৷ তিনদিন পর অর্থাৎ, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক এবং নির্বাচক মিলিন্দ রেগে ৷ ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্য়াচে মুম্বইকে নেতৃত্ব দেওয়া প্রাক্তন ক্রিকেটার খেলেছেন 52টি প্রথম শ্রেণির ম্য়াচ ৷ বল হাতে নিয়েছেন 125টি উইকেট এবং ব্যাট হাতে আটটি অর্ধশতরান সহযোগে তাঁর রানসংখ্যা 1,531 ৷

অবসরের পর মুম্বই তথা ভারতীয় ক্রিকেট সার্কিটে মিলিন্দ রেগে বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছিলেন নির্বাচক এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে ৷ যার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই 1988-89 মরশুমে সচিন রমেশ তেন্ডুলকরকে মুম্বইয়ের রঞ্জি ট্রফির দলে ডেকে নেওয়া ৷ বাকিটা ইতিহাস ৷ মাত্র 26 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ায় সময়ের আগেই প্রতিশ্রুতিপূর্ণ কেরিয়ার শেষ হয়েছিল এই অফস্পিনিং অলরাউন্ডারের ৷ পরবর্তীতে নির্বাচক-সহ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদ সামলে অপূর্ণ আকাঙ্খা পূরণের চেষ্টা করে গিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকরের খুব কাছের বন্ধু মিলিন্দ রেগে ৷

মৃত্যুর আগে পর্যন্তও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পদে ছিলেন তিনি ৷ স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে শোকের ছায়া মুম্বই তথা ভারতীয় ক্রিকেটে ৷ মুম্বই ক্রিকেটের প্রাক্তন নির্বাচক প্রধানের মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করেছেন সচিন ৷ তিনি লেখেন, "মিলিন্দ রেগে স্যরের প্রয়াণের খবরে দুঃখিত ৷ তিনি ছিলেন মুম্বইয়ের একজন প্রকৃত ক্রিকেটার এবং মুম্বই ক্রিকেটে তাঁর অবদান অপরিসীম ৷ উনি এবং অন্য়ান্য সিসিআই সদস্যরা আমার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন এবং সিসিআই'য়ের হয়ে খেলার জন্য ডেকেছিলেন ৷ মনে হয় ওটা আমার কেরিয়ারের ল্যান্ডমার্ক মুহূর্ত ছিল ৷ কঠোর পরিশ্রম করা সম্ভাবনাময় ক্রিকেটারদের সাগর থেকে তাঁর জহুরির চোখ প্রতিভা খুঁজে নিত ৷"

সচিন আরও বলেন, "অনেকের জীবন বদলে দিয়েছেন উনি, বিশেষ করে আমার তো বটেই ৷ সবকিছুর জন্য ধন্যবাদ স্যর ৷ ওনার বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যের জন্য দুবাই উড়ে যাওয়ার মঙ্গলবার হাসপাতালে মিলিন্দ রেগের সঙ্গে দেখা করেন বলে ক্রিকবাজ'কে জানিয়েছেন গাভাসকর ৷ শয্য়াশায়ী বন্ধুর সঙ্গে 22 তারিখ সকালে ফের দেখা করবেন বলে কথা দিয়েছিলেন 'লিটল মাস্টার' ৷ কিন্তু তা আর হল না ৷ বুধের সকালে না-ফেরার দেশে পাড়ি দিলেন মিলিন্দ রেগে ৷ প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details