পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সবুজ-মেরুন অতীত ! লোবেরার ডাকে ওড়িশা এফসিতে হুগো বুমোস - Hugo Boumous - HUGO BOUMOUS

Hugo Boumous May Join Odisha FC: চলতি মরশুমের ব্যর্থতা সরিয়ে শক্তিশালী দল গড়তে উদ্যোগী ওড়িশা এফসি কোচ সার্জিও । এই অবস্থায় নিজের অন্যতম প্রিয় ফুটবলার হুগো বুমোসকে চাইছেন তিনি ৷

Hugo Boumous May Join Odisha FC
সবুজ-মেরুন জার্সিতে হুগো বুমোস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 10:40 AM IST

কলকাতা, 24 মে: চুক্তির জট কাটিয়ে ওড়িশা এফসির পথে হুগো বুমোস। মোহনবাগান সুপার জায়ান্টের ফরাসি মিডফিল্ডার সদ্য শেষ হতে চলা আইএসএলের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। জুয়ান ফেরান্দোর পর সবুজ-মেরুন শিবিরের ব্যাটন আন্তেনিও লোপেজ হাবাসের কাছে যাওয়ার পর তাঁর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বুমোসের । কলকাতা ডার্বিতে হাবাস তাঁকে না-খেলানোর পরে জল্পনা আরও বাড়ে । ফরাসি মিডফিল্ডারের বদলে জনি কাউকোকে ফিরিয়ে নিয়ে আসেন হাবাস । ফলে আইএসএলের দ্বিতীয় পর্বে বুমোসকে নথিভুক্ত করা হয়নি ।

শোনা যাচ্ছে, আরও দু'বছরের চুক্তি মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে রয়েছে বুমোসের। কিন্তু তিনি সবুজ-মেরুন জার্সিতে ব্রাত্য বুঝতে পেরেই নতুন ক্লাবের সন্ধানে নেমে পড়েছেন। এক্ষেত্রে তাঁর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে ওড়িশা এফসি। কোচ সের্জিও লোবেরা ওড়িশা এফসির সঙ্গে আরও দু'বছরের জন্য চুক্তি নবীকরণ করেছেন। চলতি মরশুমের ব্যর্থতা সরিয়ে তিনি শক্তিশালী দল গড়তে উদ্যোগী। এই অবস্থায় নিজের অন্যতম প্রিয় ফুটবলার হুগো বুমোসকে চাইছেন।

আরও পড়ুন:

মুম্বই সিটি এফসি'তে থাকাকালীন সের্জিও লোবেরার কোচিংয়ে আইএসএল লিগ শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন বুমোস। তাই ওড়িশা এফসির দল গড়তে বসে সবুজ-মেরুনের ফরাসি স্ট্রাইকারকে দলে নিতে ট্রান্সফার ফি দিতেও লোবেরা রাজি বলে শোনা যাচ্ছে। হাবাসের সঙ্গে তাঁর সমীকরণও ভালো । আলোচনা চলছে এবং তা ইতিবাচক দিকে । তাই নতুন মরশুমে হুগো বুমোস সম্ভবত ফিরছেন সবুজ-মেরুন জার্সিতে নয়, ওড়িশা এফসির জার্সিতে। এদিকে মুম্বই সিটি এফসি ছেড়ে নতুন মরশুমে ওড়িশা এফসিতে যোগ দিচ্ছেন বিপিন সিং। এদিকে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে চেন্নাইয়িন এফসিতে কিয়ান নাসিরি । জামশেদপুর এফসি থেকে চেন্নাইয়িন এফসিতে চিমা চুকু ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details