পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিরল মাঙ্কিগেটের স্মৃতি, প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের বর্ণবাদের শিকার বুমরা! - BORDER GAVASKAR TROPHY

পাঁচ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাকে বাঁদরের এক প্রজাতির সঙ্গে তুলনা প্রাক্তন ক্রিকেটারের ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে ফিরল 16 বছর আগের স্মৃতি ৷

JASPRIT BUMRAH
জসপ্রীত বুমরা (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : 7 hours ago

ব্রিসবেন, 15 ডিসেম্বর: বাইশ গজের সুস্থ লড়াই তো রয়েইছে, তবে হাইভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঝেমধ্যে এমন কিছু বিষয় সামনে আসে; যা হয়তো জেন্টলম্য়ানস গেমে কাম্য নয় ৷ 2007-08 ভারতের অস্ট্রেলিয়া সফর বিতর্কের শিরোনামে এসেছিল 'মাঙ্গিগেট' কাণ্ডের জেরে ৷ হরভজন সিং তাঁকে 'বাঁদর' বলে অভিহিত করেছেন বলে অভিযোগ এনেছিলেন অজি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ৷ সেই মাঙ্কিগেট বিতর্ক ফিরল 2024-25 বর্ডার-গাভাসকর ট্রফিতে ৷ তবে এবার প্রতিপক্ষ ক্রিকেটার নন, ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরাকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসলেন প্রাক্তন মহিলা ইংরেজ ক্রিকেটার ইশা গুহ ৷

ইংল্যান্ডের জার্সিতে 83টি ওয়ান-ডে খেলা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ফক্স ক্রিকেটের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন ৷ ব্রিসবেন টেস্টের দ্বিতীয়দিনের খেলা চলাকালীন অন এয়ার ভারতীয় পেসারকে করা তাঁর মন্তব্য ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে ইন্টারনেটে ৷ যা শুনে ইশার সমালোচনায় সরব হয়েছেন ক্রিকেটনিন্দুকরা ৷ বিতর্কিত মন্তব্যের সময় ব্রেট লি'র সঙ্গে এদিন কমেন্ট্রি বক্স শেয়ার করছিলেন ইশা ৷ যাঁর বাবা আবার জন্মসূত্রে কলকাতার ৷ লি'র একটি কথার পরিপ্রেক্ষিতেই বিতর্কিত মন্তব্য করে বসেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ৷

গাব্বায় দ্বিতীয়দিন মর্নিং সেশনে অস্ট্রেলিয়ার জোড়া উইকেটের পতনের পর তখন জসপ্রীত বুমরার প্রশংসা করছিলেন ব্রেট লি ৷ প্রাক্তন অজি স্পিডস্টার বলেন, "আজকে বুমরার বোলিং ফিগার পাঁচ ওভারে চার রানে দুই উইকেট ৷ এটাই হওয়া উচিত ৷ প্রাক্তন অধিনায়কের থেকে আমরা এমনটাই প্রত্যাশা করতে পারি ৷" তারই পরিপ্রেক্ষিতে ইশা বলেন, "বুমরা হচ্ছেন এমভিপি ৷ তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট জসপ্রীত বুমরা ৷"

প্রশংসার কোন সূচকে ইশা এমন মন্তব্যের অবতারণা করেছেন, তা জানা নেই ৷ তবে প্রাইমেট বা বিশেষ প্রজাতির এক বাঁদর হিসেবে বুমরাকে অভিহিত করে প্রাক্তন ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটারকে অপমান করেছেন, তা নিশ্চিত ৷ ইশার মন্তব্যের সেই ভিডিয়ো ক্লিপিংস সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বইতে থাকে ৷ এক এক্স ব্যবহারকারী বলেন, "মাঙ্কিগেট! ইশা এইমাত্র বুমরাকে প্রাইমেট বললেন ৷" আরও এক ব্যবহারকারী লেখেন, "ইশা কি বুমরাকে প্রাইমেট বললেন? নাকি আমি ভুল শুনছি ৷"

তবে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার যাই বলুন, বুমরা আছেন বুমরাতেই ৷ অজি ব্যাটারদের দাপটের মাঝেও গাব্বায় প্রথম ইনিংসে পাঁচ উইকেট এল গুজরাত পেসারের ঝুলিতে ৷ একইসঙ্গে চলতি বছর মাত্র 20 ম্য়াচে 73 উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় সবার উপরে 'বুম বুম' ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details