ক্যানবেরা, 1 ডিসেম্বর: পারথ টেস্টে বিধ্বস্ত হয়েছে অজিরা ৷ আর পাঁচদিন পরে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া ৷ তারমাঝেই খারাপ খবর ৷ প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার ৷ ব্যাগি গ্রিনের হয়ে 66টি টেস্ট এবং পাঁচটি ওডিআই খেলা তারকা মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটবিশ্বে ৷
রবিবার প্রয়াত হয়েছেন ইয়ান রেডপাথ ৷ মৃত্যুকালে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটারের বয়স হয়েছিল 83 বছর ৷ রেডপাথ 1964 থেকে 1976 পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে 66টি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন । তাঁর টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে । আইকনিক এমসিজি স্টেডিয়ামে অভিষেকেই সেঞ্চুরির কাছাকাছি এসেছিলেন তিনি ৷ যদিও মাত্র 97 রানে আউট হয়ে শতরান করা হয়নি । তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি আসে 1969 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই ম্যাচে ওয়েস হল, চার্লি গ্রিফিথ, গ্যারি সোবার্স এবং ল্যান্স গিবসের শক্তিশালী ক্যারিবিয়ান বোলিং আক্রমণের বিরুদ্ধে 132 রানের ইনিংস খেলেন তিনি ।