পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তামিলনাড়ুর বিরুদ্ধে বুচি বাবুতে নজরে মুম্বইয়ের সূর্যকুমার-শ্রেয়স-সরফরাজ - Buchi Babu Tournament 2024

Buchi Babu Tournament 2024: মঙ্গলবার থেকে বুচি বাবু টুর্নামেন্টে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে নামছে মুম্বই ৷ এই ম্যাচে নজরে রয়েছেন ভারতীয় দলের তিন ক্রিকেটার ৷ তাঁদের মধ্যে অন্যতম হলেন সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ার ৷ ভারতীয় দলের টেস্টে স্কোয়াডে প্রত্যাবর্তনের ক্ষেত্রে এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ দুই মুম্বইকরের জন্য ৷

Buchi Babu Tournament 2024
বুচি বাবুতে নজরে মুম্বইয়ের সূর্যকুমার-শ্রেয়স-সরফরাজ ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Sports Team

Published : Aug 26, 2024, 3:06 PM IST

কোয়েম্বাটোর, 26 অগস্ট: বুচি বাবু টুর্নামেন্টে মুম্বই তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে ৷ সরফরাজ খানের নেতৃত্বে এই দলে সুযোগ পেয়েছেন ভারতের টি20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ তারকায় ভরা এই দলে রয়েছেন জাতীয় দলের আরেক মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার ৷ কিন্তু, হঠাৎ করে বুচি বাবু টুর্নামেন্টে নামার প্রয়োজনীয়তা কেন পড়ল তাঁদের ? এর অন্যতম কারণ, বিসিসিআই এবং জাতীয় নির্বাচক কমিটির দেওয়া শর্ত ৷ যেখানে বলা হয়েছে, জাতীয় দলে ফিরতে হলে, বিশেষত টেস্ট স্কোয়াডে ফেরার জন্য ঘরোয়া টুর্নামেন্ট খেলা বাধ্যতামূলক ৷

বুচি বাবুতে পারফর্ম্যান্স করে সূর্যকুমার এবং শ্রেয়সের সামনে সুযোগ রয়েছে আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে দলে ফেরার ৷ গত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলা শ্রেয়সের জন্য এটি বড় সুযোগ ৷ তামিলনাড়ুর বিরুদ্ধে রান করে নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের কাছে বার্তা পাঠাতে চাইবেন তিনি ৷ উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার পর পিঠের চোটের কারণে দল থেকে বেরিয়ে গিয়েছিলেন শ্রেয়স ৷

অভিযোগ ওঠে, এনসিএ তাঁকে ফিট ঘোষাণা করলেও জাতীয় দলে ফিরে আসেননি ৷ এমনকি টিম ম্যানেজমেন্ট তাঁকে সেই সময় মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে বলেছিল ৷ সেই পরামর্শও উপেক্ষা করে যান ভারতের তারকা ক্রিকেটার ৷ তারপরেই কোপ নেমে আসে শ্রেয়সের উপর ৷ বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে বাদ পড়ে যান তিনি ৷ তাই বুচি বাবু টুর্নামেন্টে রান করে জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ রয়েছে শ্রেয়সের সামনে ৷

উলটোদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2023 সালে টেস্ট অভিষেক ঘটেছিল সূর্যকুমার যাদবের ৷ ঘরের মাঠে সেই সিরিজে অভিষেক টেস্টের পরেই বিদায় ঘণ্টা বেজে যায় সূর্যর ৷ টি20 ক্রিকেটে বৈচিত্র্যে ভরা স্কাইয়ের টেস্ট দলের দরজা বন্ধ হয়ে যায় ৷ তবে, সেবার ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড় ৷ বর্তমান ভারতীয় দলের ম্যানেজমেন্ট বদলেছে ৷ এই দলের ব্যাটন এখন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার হাতে ৷

নয়া ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় সূর্যকুমার এবং শ্রেয়স দু’জনেই রয়েছেন, তা ধরে নেওয়া যায় ৷ এর অন্যতম কারণ, হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকুমার যাদবের টি20 দলের অধিনায়ক হওয়া ৷ এমনকি সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে বাদ যাওয়া শ্রেয়সও, ওয়ান-ডে দলে প্রত্যাবর্তন করেন ৷

বুচি বাবু টুর্নামেন্টে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ খান ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল তাঁর ৷ দীর্ঘদিনের অপেক্ষার পর জাতীয় দলে সুযোগ পাওয়া সরফরাজ অভিষেকেই নিজেকে প্রমাণ করেছেন ৷ কিন্তু, তারপর দীর্ঘ সময় টেস্ট ক্রিকেট থেকে দূরে ভারতীয় দল ৷ অনেক সিনিয়র ক্রিকেটার এই সিরিজে প্রত্যাবর্তন করবেন ৷ তাঁদের মধ্যে বিরাট কোহলি অন্যতম ৷ ফলে আসন্ন বাংলাদেশ সিরিজে সরফরাজকেও নিজের জায়গা ধরে রাখার পরীক্ষায় নামতে হবে বুচি বাবুতে ৷

এর পাশাপাশি, ঘরোয়া টুর্নামেন্টে খেলা বোলারদের তৈরি করাও একটা লক্ষ্য বিসিসিআই-এর ৷ যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সামনে, রাজ্য দলগুলির বোলাররা কতটা সফল হচ্ছেন, তা দেখতে চাইছে নির্বাচক কমিটি ৷ ভারতের ভবিষ্যৎ প্রজন্মের বোলাররা ঠিক কতটা আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত ? বা তাঁদের সেই স্তরের জন্য তৈরি করতে কী কী করণীয়, তা দেখে সূর্য, শ্রেয়স এবং সরফরাজদের মাধ্যমে দেখে নিতে চাইছে নির্বাচক কমিটি ৷

ABOUT THE AUTHOR

...view details