বেঙ্গালুরু, 24 অগস্ট: নির্ধারিত সময়ে টাই হলে সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তির সঙ্গে পরিচিত ক্রিকেট অনুরাগীরা ৷ এমনকী সুপার ওভারে টাইয়ের পর দ্বিতীয় সুপার ওভারেও ম্য়াচের ফয়সালা হয়েছে কুড়ি-বিশের ক্রিকেটে ৷ যার সাক্ষী রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ৷ কিন্তু তিন-তিনটি সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি ? এতদিন টি-20 ক্রিকেট পরিচিত ছিল না তৃতীয় সুপার ওভারের সঙ্গে ৷ কিন্তু শুক্রবার তৃতীয় সুপার ওভারে ফয়সালা হলে ম্যাচের, তাও আবার ভারতীয় ক্রিকেটে ৷
কর্ণাটক ক্রিকেট সংস্থা পরিচালিত মহারাজা ট্রফি টি-20 টুর্নামেন্টে শুক্রবার তৃতীয় সুপার ওভারে ম্য়াচ জিতে নজির গড়ল হুবলি টাইগার্স ৷ এদিন বেঙ্গালুরু ব্লাস্টার্সের সঙ্গে হুবলি টাইগার্সের থ্রিলার ম্যাচ সিনেমা বা সিরিজের চেয়ে কোনও অংশে কম ছিল না ৷ প্রথমে ব্যাট করে হুবলি 20 ওভারে সব উইকেট হারিয়ে 164 রান তোলে ৷ জবাবে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট খুইয়ে 164 রানেই থাকে বেঙ্গালুরু ব্লাস্টার্স ৷ ম্যাচ গড়ায় সুপার ওভারে ৷