পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘুমের মধ্যেই প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায় - EX BENGAL CRICKETER DIES

অকালে চলে গেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ ঘুমের মধ্যেই মৃত্যু ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেওয়া প্রাক্তন অধিনায়কের ৷

EX BENGAL CRICKETER DIES
প্রয়াত শুভজিৎ বন্দ্যোপাধ্য়ায় (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Dec 24, 2024, 3:22 PM IST

Updated : Dec 24, 2024, 3:48 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: ময়দানে ফের বিয়োগযন্ত্রণা ৷ মাত্র 39 বছরে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সোনারপুরে নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর ৷ ঘুমের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায় বাংলা প্রাক্তন ক্রিকেটারকে ৷ যিনি ইস্টবেঙ্গল ক্লাবকে নেতৃত্বও দিয়েছেন ৷

জানা গিয়েছে সোমবার সকালে প্রাতঃরাশ সেরে বিশ্রাম নিতে গিয়েছিলেন শুভজিৎ ৷ এরপর ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়দান বলছে, অনিয়ন্ত্রিত জীবনযাপনই মৃত্যুর কারণ ৷ 2014 সালে বাংলার বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে বাংলার হয়ে অভিষেক হয়েছিল শুভজিতের ৷ কল্যাণীতে বিজয় হাজারে ট্রফির সেই ম্য়াচে জয়ী হয়েছিল বাংলা ৷

ওড়িশার বিরুদ্ধে সেই ম্যাচে পাঁচে ব্য়াট করতে নেমে 51 বলে 33 রান করেছিলেন শুভজিৎ ৷ ওই বছর অর্থাৎ, 2014 সালেই বদোদরায় রঞ্জি অভিষেক হয়েছিল শুভজিতের ৷ রঞ্জি অভিষেকে দ্বিতীয় ইনিংসে ব্য়াট হাতে নজর কেড়েছিলেন তিনি ৷ বাংলার হয়ে খেলার পাশাপাশি ইস্টবেঙ্গলের হয়েও চুটিয়ে খেলেছেন তিনি ৷ নেতৃত্বও দিয়েছেন লাল-হলুদকে ৷ স্থানীয় ক্রিকেটে প্রণব নন্দীর প্রশিক্ষণে প্রচুর রান করেছেন শুভজিৎ ৷ গত মরশুমেও খেলেছেন মনোহরপুকুর মিলন সমিতির হয়ে ৷ সবমিলিয়ে খেলার মধ্যে থাকা ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷ ইস্টবেঙ্গল ক্লাবও শোকপ্রকাশ করেছে তাঁদের প্রাক্তন অধিনায়কের মৃত্যুতে ৷

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, "খুব প্রতিভাবান ক্রিকেটার ছিল। হাসিখুশি একটা ছেলে এভাবে চলে গেল। স্থানীয় ক্রিকেটে ভাল খেলেছিল। তা দেখেই আমি ওকে বাংলা দলে খেলিয়েছিলাম। ক্যাপ্টেন ছিলাম। মনে আছে বদোদরার বিরুদ্ধে দারুণ একটা ইনিংসও খেলেছিল। আজ মেয়েরা এত ভাল ম্যাচ জিতল। আর সেদিনই এত খারাপ একটা খবর পেলাম ৷" প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি ৷ সম্প্রতি ময়দান হারিয়েছে ক্রীড়া সাংবাদিক অরূপ পালকে ৷ তাঁর মৃত্যুর দিনকয়েকের মধ্যেই ফের শোকের ছায়া ময়দানে ৷

আরও পড়ুন:

Last Updated : Dec 24, 2024, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details