বার্লিন (জার্মানি), 15 জুলাই: 58 বছরেও কাটল ইংল্যান্ডের ট্রপির খরা ৷ 2-1 গোলে হ্যারি কেনদের হারিয়ে ইউরোপ সেরার মুকুট স্পেনের ৷ 12 বছর পর ফের ইউরো কাপ ঘরে এল লাল ব্রিগেডের ৷ এই নিয়ে চারবার ইউরো জিতল স্পেন ৷ সেজায়গায় একবারও শিঁকে ছিড়ল না ইংল্যান্ডের ৷ আবারও ফাইনালে উঠেও হারতে হল তাদের ৷ ফের অপেক্ষা করতে হবে ইউরো কাপের জন্য ৷
খেলার প্রথম থেকেই জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল স্পেন ৷ তবে খেলার মোড় ঘুরিয়ে দেয় 87তম মিনিটে সাবস্টিটিউট হিসাবে খেলতে নামা মাইকেল ওয়ারজাবালের গোল ৷ এর ফলে ইংল্যান্ডের কাছ থেকে দূরে চলে যেতে থাকে ইউরো কাপ ৷ এরপরেই রবিবার জার্মানির রাজধানীতে অলিম্পিয়াস্ট্যাডিয়নে ইউরো কাপ 2024-এ শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে ব্যাপক জয় পায় স্পেন ।
অন্যদিকে চারটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা প্রথম দল হয়ে উঠেছে স্পেন ৷ এ বছরের ইউরো কাপ ছাড়াও স্পেন 1964, 2008 এবং 2012 সালে ইউরোপ সেরার শিরোপা জিতেছিল । 1966 সালের পর তাদের একমাত্র বড় টুর্নামেন্টের ফাইনালে 2021 সালে পেনাল্টিতে ইতালির কাছে হেরেছিল ইংল্যান্ড ৷ এরপর টানা দ্বিতীয় ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হল গ্যারেথ সাউথগেটের দলের ৷
খেলার শুরু থেকেই স্পেনের ফুটবলারদের পায়ে ছিল বল ৷ একে ওপরকে ছোট ছোট পাস দিয়ে আক্রমণ শুরু করেন তাঁরা ৷ তবে যখনই স্পেন আক্রমণাত্মক হয়ে উঠেছিল তখন তাদের আটকাতে ঝাপিয়ে পড়েন ইংরেজদের আটজন প্লেয়ার ৷ তা সত্ত্বেও খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় স্পেন ৷ বিকল্প হিসাবে খেলতে নামা নিকো উইলিয়ামসের পায়ে গোলটি আসে ৷ ইউরোর ফাইনাল দেখে এটা বলা ভুল হবে না যে রবিবারের রাত ছিল বিকল্প হিসাবে খেলতে নামা ফুটবলারদের ৷