হায়দরাবাদ, 16 জানুয়ারি: বাড়িতে ঢুকে সইফ আলি খানের উপর হামলায় ঘটনায় ত্রস্ত দেশ ৷ এমন সময় বিদেশ থেকেও এল খারাপ খবর ৷ বাড়িতে একাধিকবার দুষ্কৃতী হামলার ঘটনায় দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইংল্য়ান্ড ক্রিকেটার জেমস ভিন্স ৷ প্রথম শ্রেণির ক্রিকেটের মায়া ত্য়াগ করে হ্যাম্পশায়ার ছেড়ে পাকাপাকিভাবে দুবাইয়ে চলে গেলেন বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো জনপ্রিয় ক্রিকেটার ৷
আপাতত মরুদেশেই ইন্টারন্য়াশনাল লিগ টি-20 খেলছেন ইংল্যান্ডের হয়ে 13টি টেস্ট খেলা ক্রিকেটার ৷ তবে ভিন্স ইংরেজ ক্রিকেটে পরিচিত প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্য়াটিং পারফরম্যান্সের কারণেই ৷ 2019 ইংল্য়ান্ডের বিশ্বজয়ী দলের সদস্য এই ক্রিকেটারের নামের পাশে প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে 13 হাজারেরও বেশি রান ৷ হাঁকিয়েছেন 30টি শতরানও ৷
টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে দেশ ছাড়ার কারণ হিসেবে তাঁর হ্য়াম্পশায়ারের বাড়িতে হামলার ঘটনার কথা জানান ভিন্স ৷ ইংরেজ ক্রিকেটার জানান, হ্যাম্পশায়ারে আট বছর ধরে সন্তান এবং স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি ৷ কিন্তু গতবছর বারদু'য়েক তাঁর বাসভবনে হামলা চালানো হয় ৷ জানালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল বলে জানিয়েছেন তিনি ৷ যদিও ভাগ্যক্রমে দুষ্কৃতী হামলায় জখম হননি ক্রিকেটারের পরিবারের কোনও সদস্য ৷