কলকাতা, 22 জানুয়ারি: জস বাটলারের বিধ্বংসী ব্য়াটিং রুখে প্রথম টি-20 ম্য়াচে ইংল্যান্ডকে বাড়তে দিলেন না ভারতীয় বোলাররা ৷ ইডেনে 'থ্রি-লায়ন্স'কে দেড়শোর অনেকটা আগেই গুটিয়ে দিল ভারত ৷ সৌজন্যে বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং ৷ নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে ইডেনের ঘাস বরুণের কাছে খুব চেনা ৷ ফলে তারকাখচিত ইংল্যান্ড ব্য়াটিংকে আটকানোর গুরুদায়িত্ব ছিল মিস্ট্রি স্পিনারের উপর ৷ তিন উইকেট নিয়ে সেই প্রত্য়াশা পূর্ণ করলেন বরুণ ৷ মহম্মদ শামিহীন ইডেনে স্পিনের মায়াজাল বিছোলেন তিনি ৷
ভারতীয় বোলারদের দাপটে 20 ওভারে উইকেট হারিয়ে 132 রান তুলল ইংল্যান্ড ৷ মাঘে বসন্তের আমেজ ৷ হাল্কা শীতে ক্রিকেটের নন্দনকাননে বছরের প্রথম আর্ন্তজাতিক ম্যাচে গনগনে উত্তাপটা নেই ৷ সেই উত্তাপ আরও কমল একাদশে মহম্মদ শামি না-থাকায় ৷ সবমিলিয়ে বুধের সন্ধ্যায় ইডেন দেরিতে হলেও ভরল ঠিকই, কিন্তু প্রত্যাশিত উন্মাদনা দেখা গেল না। টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। শুরুতে জোড়া উইকেট তুলে নিয়ে উত্তেজনার পারদ কিছুটা চড়ালেন আর্শদীপ ৷
তাঁর জোড়া উইকেটের মধ্যে একজন আবার ইডেনের চেনা নাম ফিল সল্ট ৷ গতবছর নাইটদের হয়ে খেলা ইংরেজ ব্য়াটারকে শূন্য রানে ফেরালেন আর্শদীপ ৷ দ্বিতীয় ওভারে বেন ডাকেটকে ফিরিয়ে টি-20 ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেলেন বাঁ-হাতি পেসার ৷ এরপর আসরে নামেন বরুণ চক্রবর্তী ৷ প্রথমে 17 রানে ফেরান হ্য়ারি ব্রুককে ৷ এরপর বরুণের ঘূর্ণিতে শূন্য় রানে ফেরেন লিয়াম লিভিংস্টোন ৷ অর্ধশতরান পূর্ণ করে বিধ্বংসী হয়ে ওঠা বাটলার বরুণের তৃতীয় শিকার ৷ 68 রানে (44 বল) ইংরেজ অধিনায়কের দুর্ধর্ষ ক্যাচ তালুবন্দি নীতীশ রেড্ডির ৷
এছাড়া ভারতীয় বোলারদের সামনে প্রত্য়াশায় সিলমোহর দিতে ব্যর্থ অন্য কোনও ইংরেজ ব্য়াটার ৷ চার ওভারে 23 রান দিয়ে তিন উইকেট মিস্ট্রি স্পিনারের ৷ চার ওভারে মাত্র 17 রান খরচ করে জোড়া উইকেট আর্শদীপের ৷ পাশাপাশি দু'টি করে উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া এবং সহঅধিনায়ক অক্ষর প্য়াটেলও ৷ 20 ওভারে সব উইকেট হারিয়ে 132 রানে শেষ হল ইংল্যান্ডের ইনিংস ৷ অর্থাৎ, শিশিরভেজা ইডেনে সিরিজে এগিয়ে যেতে সূর্য অ্যান্ড কোম্পানির চাই 133 রান ৷