কলকাতা, 5 ফেব্রুয়ারি: সোমবার মধ্যরাতে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি প্লেয়ার ভিক্টর ভাসকুয়েজ ৷ এদিন রাত 2টোর কিছু আগে কলকাতা বিমানবন্দরে নামে স্প্যানিয়ার্ডের বিমান ৷ মধ্যরাতেও বিমানবন্দরে ভাসকুয়েজকে ঊষ্ণ অভ্যর্থনা জানান লাল-হলুদ সমর্থকরা ৷ শহরে পা রেখে মেসির একদা সতীর্থ জানান, ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে তিনি মুখিয়ে রয়েছেন ৷ তবে শনিবার নর্থ-ইস্ট ম্যাচে কার্লেস কুয়াদ্রাত তাঁকে ব্যবহার করবেন কি না, সেটা এখনই বলা সম্ভব নয় ৷ জেট-ল্যাগ কাটিয়ে ভাসকুয়েজ যে খুব শীঘ্রই লাল-হলুদের অনুশীলনে নেমে পড়বেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷
37 বছরের স্প্যানিশ মিডফিল্ডারকে বোরহা হেরেরার বদলে নেওয়া হয়েছে । বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ টরেন্টো এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন । ইউরোপের সেরা ফুটবল মঞ্চে খেলা ভিক্টরকে দলে নেওয়ার ক্ষেত্রে কোচ কার্লেস কুয়াদ্রাতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে । এদিকে শনিবারের ডার্বিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া নাওরেম মহেশ সিং সম্পূর্ণ সুস্থ ৷
শনিবার রাতেই হাসপাতাল থেকে হোটেলে দলের সঙ্গে যোগ দেন জাতীয় দলের এই ফুটবলার । তবে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে খেলতে পারবেন কি না তা কোচ ঠিক করবেন । আপাতত শঙ্কার কিছু নেই । সম্পূর্ণ ফিট তিনি । বড় ম্যাচে মহেশকে অনেকবার মোহনবাগান ফুটবলারদের ফাউলের শিকার হতে হয়েছে । তিনি চোট পেয়ে বাইরে যেতেই ইস্টবেঙ্গল নড়ে গিয়েছিল । চোট পেয়েছিলেন সাউল ক্রেসপোও । ডার্বির আগের দিনই হালকা চোটের শঙ্কা ছিল তাঁকে ঘিরে । হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি । শুরু করলেও ডার্বিতে পুরো সময় মাঠে থাকতে পারেননি তিনি ।