হায়দরাবাদ, 26 অক্টোবর: আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ৷ সব ধরনের টুর্নামেন্ট ধরলে সংখ্য়াটা টানা আট ৷ এমতাবস্থায় শনিবার বিকেলে ভিনদেশে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ৷ ভিনদেশের ক্লাবের বিরুদ্ধে মহাদেশীয় প্রতিযোগিতার চ্যালেঞ্জ যে আরও কঠিন, সেটা বিলক্ষণ জানেন লাল-হলুদের নয়া বস অস্কার ব্রুজো ৷ যদিও ভুটানের পারো এফসি'র বিরুদ্ধে ম্যাচের আগে রেজিস্ট্রেশন জটিলতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে পারলেন না তিনি ৷ শনিবার বেঞ্চে বসতে পারবেন কি না, তাও অনিশ্চিত ৷ তবে যেভাবেই হোক জয়ের সরণিতে ফিরতে চাইছে লাল-হলুদ ৷
লাল-হলুদের প্রতিপক্ষ: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ হেরে চ্য়ালেঞ্জ লিগ খেলছে ইস্টবেঙ্গল ৷ শনিবার লাল-হলুদের প্রতিপক্ষ পারো এফসি ৷ 2023 ভুটান প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি চ্যালেঞ্জ লিগের যোগ্যতা অর্জন করেছে তাঁরা ৷ প্রিলিমিনারি স্টেজে নেপালের চার্চ বয়েজ ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে ভুটানের ক্লাবটি ৷
ইস্টবেঙ্গলের গ্রুপে আর কারা: পারো এফসি ছাড়া ইস্টবেঙ্গলের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের নেজমাহ এসসি ৷ নিজ নিজ দেশের ঘরোয়া লিগে গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে প্রবেশ করেছে তাঁরা ৷
কখন শুরু ম্যাচ: পারো এফসি'র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শুরু হবে শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে 4টেয় ৷ ম্যাচটি অনুষ্ঠিত হবে ভুটানের রাজধানী থিম্পু শহরের চাংলিমিথাং স্টেডিয়ামে ৷