কলকাতা, 6 নভেম্বর: শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরেছে দল ৷ এবার মহমেডান ম্যাচ থেকেই আইএসএলে ট্র্যাকে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল ৷ সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন হেডস্যর অস্কার ব্রুঁজো ৷ অন্যদিকে, লাল-হলুদকে হারিয়ে অভিষেক আইএসএলে’র ডার্বি স্মরণীয় করে রাখতে চান সাদা-কালোদের কোচ আন্দ্রে চের্নিশভ ৷
এই ডার্বি দু'দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই । হাফডজন হারের পর ইস্টবেঙ্গল আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে ৷ মহমেডানও চাইছে টানা চার ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে । ফলত লেসলি ক্লডিয়াস সরণি এবং রেড রোডের ধারের দুই শতাব্দী প্রাচীন ক্লাবই অস্তিত্বরক্ষায় সচেষ্ট ।
আইএসএলের তলানিতে থাকা ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরলেও প্রশ্ন থেকে গিয়েছে দলের রক্ষণ নিয়ে ৷ হেক্টর ইউস্তেকে না-পাওয়ার সম্ভাবনা বাড়ছে । তাঁকে পাওয়া যাবে না-ধরে নিয়েই ব্রুজোঁ রক্ষণ সাজাতে ব্যস্ত । এক্ষেত্রে আনোয়ার আলি এবং হিজাজি মাহেরকে রেখেই সাদা-কালো আক্রমণ রুখতে চাইছেন লাল-হলুদের হেডস্যর ৷ মহমেডানেও চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে ওঠার লড়াই। আন্দ্রে চের্নিশভেরও চিন্তা দলের রক্ষণ। দারুণভাবে শুরু করেও টানা হারের অন্ধকারে দল । ফলে ইস্টবেঙ্গল ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন চের্নিশভের ছেলেরা।