পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রবিতে কেরালার সামনে লাল-হলুদ, এই উপায়ে বিনামূল্যে দেখা যাবে ইস্টবেঙ্গলের খেলা - ISL Live Streaming

East Bengal in Indian Super League 2024-25: আইএসএল অভিযানের শুরুতেই বেঙ্গালুরুর কাছে হেরেছে ইস্টবেঙ্গল । এবার দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের সামনে লাল-হলুদ ৷ কোথায় দেখবেন প্রিয় দলের খেলা ? জেনে নিন ৷

East Bengal in Indian Super League 2024-25
রবিতে কেরালার সামনে লাল-হলুদ (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 21, 2024, 8:31 AM IST

কোচি, 21 সেপ্টেম্বর: আইএসএল অভিযান শুরু করছে লাল-হলুদ ৷ এখনও পর্যন্ত চারবার আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল ৷ একবারও প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ এশিয়ানজয়ী ক্লাবের আইএসএলে এই পারফর্ম্য়ান্স মোটেই ‘ইস্টবেঙ্গল’সুলভ নয় ৷ যদিও প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা ৷ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লাল-হলুদ ৷

বৃহস্পতিবার আনোয়ার আলিকে নো অবজেকশন লেটার দিয়েছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি । ফলে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের ম্যাচে তাঁর লাল-হলুদ জার্সি পড়ে নামার ওপর কোনও বাধা রইল না । ইস্টবেঙ্গল রক্ষণের বেহাল দশা শুধরোতে কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে আনোয়ারের উপস্থিতি কার্যত হাতে চাঁদ পাওয়ার মতো । ইতিমধ্যেই ম্যাচ জয়ের ব্লু-প্রিন্ট কষতে শুরু করেছেন কোচ ৷

আইএসএলে ইস্টবেঙ্গল:

2020-21 মরশুমে নবম (17 পয়েন্ট), 2021-22 মরশুমে 11তম (11 পয়েন্ট), 2022-23 মরশুমে নবম (19 পয়েন্ট) ও 2023-24 মরশুমে নবম স্থানে (24 পয়েন্ট) শেষ করে ইস্টবেঙ্গল ৷ প্রতি মরশুমেই গোল করার থেকে বেশি গোল খেয়েছে দল ৷ যদিও এবারের লাল-হলুদ অনেক বেশি সংগঠিত ৷ উন্নতমানের বিদেশি এসেছে ৷ ফলে সমর্থকদের আশাও অনেক বেশি ৷

অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর কাছে হারার পর মানসিকভাবে খানিক ব্যাকফুটে লাল-হলুদ ৷ ইয়েলো আর্মিকে হারালে ফের আত্মবিশ্বাস বাড়বে, অ্যাওয়ে ম্যাচ থেকেও পয়েন্ট আসবে ৷ কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ ? জেনে নিন ৷

  • ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের সময়:

রবিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ ৷ খেলা হবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৷

মাঠে বন্দুক হাতে দর্শক ! ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে ভয়ংকর দৃশ্য

  • কোন টিভি চ্যানেল ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচ সম্প্রচার করবে ?

ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD BanglaColors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি এবং বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details