পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোট-আঘাতে কাবু দল, সীমিত শক্তি নিয়েই পঞ্জাব জয়ে চোখ ব্রুজোঁর - ISL 2024 25

চোট-আঘাতের জেরে প্রতি ম্যাচের আগেই নতুন করে একাদশ সাজাতে হচ্ছে ৷ পরিস্থিতি কঠিন মেনে নিয়েও পঞ্জাব ম্য়াচে তিন পয়েন্টেই চোখ ইস্টবেঙ্গল কোচের ৷

EBFC vs PFC
অনুশীলনে ইস্টবেঙ্গল (EAST BENGAL MEDIA)

By ETV Bharat Sports Team

Published : Dec 16, 2024, 7:26 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: যে পঞ্জাব এফসি'র কাছে হেরে গত মরশুমে প্রথম ছয়ের স্বপ্ন শেষ হয়েছিল, সেই পঞ্জাব এফসি'র বিরুদ্ধেই মঙ্গলে সম্ভবত মরশুমের সবচেয়ে কঠিন ম্যাচটা খেলতে চলেছে ইস্টবেঙ্গল ৷ কঠিন এই কারণেই কারণ পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মিনি হাসপাতাল লাল-হলুদ ৷ গতবছর কলকাতা জায়ান্টদের প্লে-অফ যাত্রা রুখেছিল যাঁর পায়ে, সেই মাদিহ তালাল আগামিকালের ম্যাচের আগেও চর্চায় ৷ তবে কারণটা ভিন্ন ৷

দল বদলে চলতি মরশুমে ইস্টবেঙ্গলে আসা ফরাসি প্লে-মেকার ঠিক যখন ছন্দ ফিরে পাচ্ছিলেন, ঠিক তখনই এসিএল ইনজুরি সম্ভবত তাঁর মরশুম শেষ করে দিল বলে মনে করা হচ্ছে ৷ ওড়িশা ম্যাচে হুগো বুমোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পান মাদিহ ৷ তাঁর ডাক্তারি পরীক্ষা চলছে। তবে এখনও নিশ্চিত নয়, তিনি কতদিনের জন্য ছিটকে গিয়েছন। রবিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনের আগে কনফারেন্স রুমে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁর থেকে ফরাসি ফুটবলারের চোট সম্পর্কে বিস্তারিত শুনলেন পঞ্জাব কোচ প্যানাগিওটিস ডিল্মপেরিস। তালালের চোট আদতে ভালো ফুটবলের ক্ষতি। তাই সাংবাদিক সম্মেলনেও ইস্টবেঙ্গল ফুটবলার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাব এফসি কোচ।

ব্রুজোঁর বক্তব্য (ETV Bharat)

তালালের পাশাপাশি চেন্নাইয়িন ম্য়াচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া সাউল ক্রেসপো দেশে ফিরেছেন ৷ লাল কার্ড দেখে পঞ্জাবের বিরুদ্ধে নেই জিকসন সিং ৷ পরিস্থিতি এতটাই সঙ্গীন যে একজন ডিফেন্ডারকে মাঝমাঠে খেলাতে বাধ্য হচ্ছেন ব্রুজোঁ। অনুশীলনে দেখা গেল, সৌভিকের সঙ্গে আনোয়ারকে জুটি বাঁধতে ৷ এর আগে আনোয়ারকে রাইট ব্যাক পজিশনে খেলিয়েছিলেন ব্রুজোঁ, এবার রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। তবে চোট সারিয়ে প্র্যাকটিসে ফিরেছেন হেক্টর ইউস্তে। গত দু'দিন পুরো অনুশীলন করেছেন। হতে পারে ডিফেন্সিভ স্ক্রিনে মঙ্গলবার সৌভিকের সঙ্গে আনোয়ারকে জুড়ে সেন্টার ব্যাক হিসেবে হিজাজির সঙ্গে ইউস্তেকে খেলাবেন স্প্যানিশ কোচ ৷ আবার উল্টোটাও হতে পারে ৷

দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ফিরছেন পঞ্জাব ম্যাচে। কুঁচকির চোটের কারণে রবিবার পুরো সময়টা রিহ্যাব করলেও গ্রিক স্ট্রাইকার ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে দলের সঙ্গে অনুশীলনে। আসলে ইস্টবেঙ্গল চোট এবং কার্ড সমস্যায় এতটাই বিব্রত, যে চব্বিশ ঘণ্টা আগে একাদশ আন্দাজ করা কঠিন। সাংবাদিক সম্মেলনে ব্রুজোঁও এদিন কোনও রাখঢাক না করেই স্বীকার করলেন পরিস্থিতি কঠিন। যা সামলানোর জন্য ইতিবাচক মানসিকতা দেখাতে হবে। ফুটবলাররা পরিস্থিতি বুঝে নিংড়ে দিতে প্রস্তুত বলেও জানান তিনি। দলের মরিয়া মনোভাবেই সাফল্যের আলো দেখার চেষ্টা করছেন স্প্যানিশ ভদ্রলোক। সবমিলিয়ে কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগত মুন্সিয়ানা নয়, বরং দলগত সংহতিতে জোর দিয়ে 10 ম্যাচে 18 পয়েন্ট পাওয়া পঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে চাইছেন লাল-হলুদ কোচ ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details