কলকাতা, 31 অক্টোবর:অঙ্কের জটিল প্যাঁচে নয়, গ্রুপের শেষ ম্যাচ জিতেই নকআউটে যাওয়ার কথা অস্কার ব্রুজোঁর গলায়। শুক্রবার থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের তৃতীয় ম্যাচে লেবাননের নেজমেহ এফসি'র মুখোমুখি ইস্টবেঙ্গল। প্রথম দু'ম্যাচ জিতে লেবানেনর ক্লাবটি গ্রুপ শীর্ষে। এই লেবাননের ক্লাবের বিরুদ্ধে তিন পয়েন্ট শুধু যে নকআউটের টিকিট দেবে তাই নয়, দিনকয়েক আগেও হারের আঁধারে থাকা একটা দলকে সাফল্যের আলোয় নিয়ে আসবে। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দাপুটে জয় যেন ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনেরই ইঙ্গিত।
ম্য়াচের আগেরদিন সাউল ক্রেসপোকে পাশে নিয়ে কোচ অস্কার বলছেন, "দু'টো শক্তিশালী দল পরস্পরের মুখোমুখি হবে। দু'টো দলই চাইবে চূড়ান্ত পর্বে পৌঁছতে। তাই কঠিন ম্যাচ অবশ্যই হতে চলেছে। এখানে কোনও অঙ্ক নেই। একটাই কথা ম্যাচে জিতে পরের পর্বের টিকিট জোগাড় করতে হবে। এটাই সহজ অঙ্ক।" পাশাপাশি গত ম্যাচের মতই আক্রমণে ঝড় তুলে বাজিমাত করার কথা লাল-হলুদ হেডস্যরের গলায়। সেই ভাবনার রেশ ধরে অস্কার বলছেন, "আগ্রাসী ফুটবলের জন্য দলের মধ্যে সঠিক বোঝাপড়া জরুরি। ফুটবলারদের বুঝতে হবে কোন কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে। আক্রমণ এবং রক্ষণের মধ্যে তালমিলটা জরুরি। প্রথম ম্যাচে পারো এফসি'র বিরুদ্ধে কিছু সমস্যা সত্ত্বেও আমরা পয়েন্ট পেয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে আমরা প্রথমার্ধে ভালো ফুটবল খেলেছি। আক্রমণাত্মক ফুটবল খেলেছি। এই ম্যাচেও রক্ষণ সামলে দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করতে হবে।"