কলকাতা, 21 ফেব্রুয়ারি:আইএসএলের শেষ চার ম্যাচ পাখির চোখ হলেও এএফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপে ভালো ফলাফলকে প্রাধান্যের তালিকায় উপরের দিকে রাখছেন অস্কার ব্রুজোঁ। শনিবার পঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। দেশের টপ টিয়ার লিগের পয়েন্ট টেবলে এই ম্যাচের ফলাফল যথেষ্ট প্রভাব ফেলবে। ইস্টবেঙ্গল যদি শনিবার রাজধানী থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারে সেক্ষেত্রে 24 পয়েন্ট নিয়ে তারা আট নম্বরে উঠে আসবে। বর্তমান অবস্থা থেকে তিন ধাপ উত্তরণের সুযোগকে মোটিভেশন হিসেবে কাজে লাগাতে চাইছে পুরো দল।
চলতি আইএসএলটা ইস্টবেঙ্গলের প্রায় পুরোটাই সমস্যায় ভরা। প্রথম ছয় ম্যাচে সংগৃহীত পয়েন্ট শূন্য। পরবর্তী 14 ম্যাচে 21 পয়েন্ট, যা ইস্টবেঙ্গলকে 11 নম্বরে দাঁড় করিয়ে রেখেছে। অস্কারের মতে, প্রথম দিকের পয়েন্ট না-পাওয়া এবং তারপর নিয়মিতভাবে চোট-আঘাত সমস্যা দলকে ধারাবাহিক হতে দেয়নি। পঞ্জাব ম্যাচের আগে চোট সমস্যা অনেকটাই কেটেছে। রিচার্ড সেলিস এবং নন্দকুমার সেকর ছাড়া সকলেই ফিট। পাশাপাশি কার্ড সমস্যা পঞ্জাব এফসি ম্যাচে নেই। রক্ষণে হেক্টর ইউস্তে, আনোয়ার আলির পাশে লালচুংনুঙ্গা ফিরছেন। সেন্টার-ব্যাকে ইউস্তেকে পাওয়া নিয়ে সংশয় থাকলেও ম্যাচের আগেরদিন পুরো অনুশীলন করলেন তিনি ৷