পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার, রাজধানীতে লিগ টেবলে উপরে ওঠার লড়াই ইস্টবেঙ্গলের - ISL 2024 25

লিগ টেবলে আগামিকাল আটে ওঠার লড়াই ইস্টবেঙ্গলের ৷ প্রথম পর্বে পিছিয়ে পড়ে দুরন্ত জয়ের পর দ্বিতীয় পর্বেও পঞ্জাবকে হারাতে মরিয়া অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Sports Team

Published : Feb 21, 2025, 7:52 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি:আইএসএলের শেষ চার ম্যাচ পাখির চোখ হলেও এএফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপে ভালো ফলাফলকে প্রাধান্যের তালিকায় উপরের দিকে রাখছেন অস্কার ব্রুজোঁ। শনিবার পঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। দেশের টপ টিয়ার লিগের পয়েন্ট টেবলে এই ম্যাচের ফলাফল যথেষ্ট প্রভাব ফেলবে। ইস্টবেঙ্গল যদি শনিবার রাজধানী থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারে সেক্ষেত্রে 24 পয়েন্ট নিয়ে তারা আট নম্বরে উঠে আসবে। বর্তমান অবস্থা থেকে তিন ধাপ উত্তরণের সুযোগকে মোটিভেশন হিসেবে কাজে লাগাতে চাইছে পুরো দল।

চলতি আইএসএলটা ইস্টবেঙ্গলের প্রায় পুরোটাই সমস্যায় ভরা। প্রথম ছয় ম্যাচে সংগৃহীত পয়েন্ট শূন্য। পরবর্তী 14 ম্যাচে 21 পয়েন্ট, যা ইস্টবেঙ্গলকে 11 নম্বরে দাঁড় করিয়ে রেখেছে। অস্কারের মতে, প্রথম দিকের পয়েন্ট না-পাওয়া এবং তারপর নিয়মিতভাবে চোট-আঘাত সমস্যা দলকে ধারাবাহিক হতে দেয়নি। পঞ্জাব ম্যাচের আগে চোট সমস্যা অনেকটাই কেটেছে। রিচার্ড সেলিস এবং নন্দকুমার সেকর ছাড়া সকলেই ফিট। পাশাপাশি কার্ড সমস্যা পঞ্জাব এফসি ম্যাচে নেই। রক্ষণে হেক্টর ইউস্তে, আনোয়ার আলির পাশে লালচুংনুঙ্গা ফিরছেন। সেন্টার-ব্যাকে ইউস্তেকে পাওয়া নিয়ে সংশয় থাকলেও ম্যাচের আগেরদিন পুরো অনুশীলন করলেন তিনি ৷

মাঝমাঠে জিকসন সিং, সল ক্রেসপো এবং শৌভিক চক্রবর্তী রয়েছেন। আক্রমণে রাফায়েল মেসি বৌলি, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস রয়েছেন। তাই কার্যত পুরো শক্তি নিয়েই পঞ্জাবের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নেওয়ার ব্য়াপারে আশাবাদী অস্কার। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের দাপুটে ফুটবলের পুনরাবৃত্তি চাইছেন ইস্টবেঙ্গল কোচ। একইভাবে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয় পুরো দলকে ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ করবে বলে মনে করেন স্প্যানিশ ভদ্রলোক।

লাল-হলুদ কোচের মতে চলতি মরশুমে তাঁর দল সমর্থকদের মনে রাখার মত কিছু করতে চায়। আইএসএলে যতটা সম্ভব উপরের দিকে শেষ করাই লক্ষ্য। এএফসি কাপে ভালো ফল এবং সুপার কাপে সাফল্য অন্যতম লক্ষ্যের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। 20 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পঞ্জাব এফসি রয়েছে ন'য়ে। তারা যে দারুণ ছন্দে রয়েছে তা নয়। কিন্তু ইস্টবেঙ্গলের চিন্তা ধারাবাহিকতার অভাব। যা কাটিয়ে উঠে টানা দ্বিতীয় ম্যাচে জয় এবং পয়েন্ট টেবিলে অবস্থান বদলে পাখির চোখ ক্রেসপোদের ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details