পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘পাশে আছি আরজি কর’, এবার বার্তা দিল লাল-হলুদ গ্যালারি - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Rape and Murder Incident: বাঙালির ফুটবল শুধু খেলা নয়, প্রতিবাদের মঞ্চ ৷ ব্রিটিশবিরোধী শক্তির আস্ফালন এই চামড়ার বলকে ঘিরেই ৷ আরজি করে নৃশংস ধর্ষণ, হত্য়াকাণ্ডে ন্যায় চেয়ে এবার খেলার মাঠ থেকেই প্রতিবাদ ইস্টবেঙ্গল সমর্থকদের ৷

RG Kar Rape and Murder Incident
বার্তা দিল লাল-হলুদ গ্যালারি (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 20, 2024, 7:28 PM IST

কলকাতা, 20 অগস্ট: ডার্বি বাতিলের প্রতিবাদের মঞ্চে হাজির হয়ে সরব হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু । সমাজমাধ্যমে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাসরা । মহমেডান স্পোর্টিং ফুটবলারদের ‘জাস্টিস ফর আরজি কর’ পোস্টার ৷ এবার বার্তা এল ইস্টবেঙ্গল গ্যালারি থেকে ৷

খেলার মাঠ থেকেই প্রতিবাদ ইস্টবেঙ্গল সমর্থকদের (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গ্যালারিতে টিফো নিয়ে আসতে পারেন দু’দলের সমর্থকরা ৷ এই ভাবনায় বাতিল হয়েছিল ডার্বি ম্যাচ ৷ তাতে আরও চড়েছে প্রতিবাদের পারদ ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের পাশাপাশি যোগ দিয়েছে মহমেডান সমর্থকরা । এখনও সেই প্রতিবাদ চলছে ৷ মঙ্গলবার ইস্টবেঙ্গল বনাম রেইনবো স্পোর্টসের কলকাতা লিগের খেলায় সরব হলেন লাল-হলুদ সমর্থকরা ৷

এরিয়ানের দিকের গোলপোস্টের পেছনে ইস্টবেঙ্গল সমর্থকরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখলেন লাল-হলুদ পতাকায় ৷ ‘তোমার শহর আমার শহর, পাশে আছি আরজি কর’ লেখা স্লোগান মেলে ধরলেন সমর্থকরা ৷ ধীরে শুরু হলেও শহরে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদের পারদ ক্রমশ চড়ছে ক্রীড়া মহলে ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিন প্রধানের সচিবরা যৌথভাবে সাংবাদিক সম্মেলন করছেন ৷

রবিবার বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে ৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল ৷ প্রতিবাদীদের তালিকায় যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গলের কোচিং স্টাফের সদস্য সেনেন আলভারেজ ৷ এমনকী এআইএফএফ সচিব কল্যাণ চৌবেও যুবভারতীর সামনে প্রতিবাদে সামিল হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details