কলকাতা, 19 ডিসেম্বর:পঞ্জাব মেল বেলাইন করে ফিরেছে পুরনো আত্মবিশ্বাস ৷ ডাগআউটে সুযোগের অপেক্ষায় থাকা ফুটবলাররাই আগুন জ্বেলেছেন। তবে অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গলের আক্রমণে তেজ বাড়াতে দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের প্রত্যাবর্তন যে জরুরি, সকলেই তা জানেন ৷ পঞ্জাবের বিরুদ্ধে কিছুক্ষণ খেলার অবস্থায় থাকলেও গ্রিক স্ট্রাইকারকে মাঠে নামানোর সাহস দেখাননি কোচ ৷ তবে শনিবার জামশেদপুর এফসি'র বিরুদ্ধে মাঠে নামছেন গতবার আইএসএলের সর্বাধিক গোলস্কোরার ৷ বৃহস্পতিবার অনুশীলন করলেন তিনি ৷
খালিদ জামিলের দলের বিরুদ্ধে ম্য়াচ সহজ নয় মোটেই ৷ লিগ টেবিলে ভালো অবস্থানে জামশেদপুর ৷ তবে ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে নামার আগে চনমনে ইস্টবেঙ্গলও। বৃহস্পতিবার জামশেদপুর ম্য়াচের অনুশীলন শুরু করলেন ব্রুজোঁ ৷ এদিন শুরুতে ফিজিয়োর কাছে রিহ্যাব সেরে পরবর্তীতে দলের সঙ্গে অনুশীলন সারলেন দিয়ামান্তাকোস। যা নিঃসন্দেহে ব্রুজোঁর চিন্তা কমাবে। এদিকে পঞ্জাব ম্যাচে ভরসা দিলেও হেক্টর ইউস্তে বৃহস্পতিবার বল নিয়ে অনুশীলন করেননি। সাইডলাইনে তিনিও ব্যস্ত ছিলেন ফিজিয়োর কাছে। পঞ্জাব ম্যাচের একাদশ হালকা অনুশীলন করলেও বাকিদের পুরো অনুশীলন করান কোচ।