কলকাতা, 3 এপ্রিল:শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আইএসএল ৷ বাকি মাত্র তিনটি ম্যাচ ৷ এই তিন ম্যাচের ফলাফলে প্রথম ছয়ে ইস্টবেঙ্গল এফসি জায়গা করে নিতে পারবে কি না তা সময়ে জানা যাবে ৷ তবে নতুন মরসুমের জন্য দলবদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে লাল-হলুদের অন্দর মহলে ৷ ইতিমধ্যে বাজেট বৃদ্ধির আশ্বাস মিলেছে লগ্নিকারী সংস্থার পক্ষ থেকে ৷
এই প্রসঙ্গেই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার চেষ্টা চলছে । তাই প্রয়োজনীয় অর্থ জোগাড়ের উদ্যোগও নেওয়া হচ্ছে ক্লাবের তরফে। প্রসঙ্গত, দিনকয়েক আগে শোনা যাচ্ছিল দিমিত্রিয়স ডাইমানতাকোসকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল । শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, "নজরে থাকলেও চাহিদা বেশি হওয়ায় তাঁকে দলে নেওয়ার জন্য খুব একটা আগ্রহী নয় ইস্টবেঙ্গল। তবে পঞ্জাব এফসির ফরাসি স্ট্রাইকার মাদিয়া তালালকে যে দলে নেওয়ার পক্রিয়া অনেকটাই এগিয়েছে তা মেনে নিয়েছেন তিনি। নতুন বিদেশি নেওয়ার জন্য বাংলাদেশে চোখ ইস্টবেঙ্গলের।" বসুন্ধরা কিংসের রবিনহোর খেলা দেখতে প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহাকে পাঠাচ্ছে বলে খবর। তিনি আবাহনী ক্রীড়াচক্র বনাম বসুন্ধরা কিংসের খেলা দেখছেন। সেই ম্যাচে রবিনহোর পারফরম্যান্স দেখার পাশাপাশি প্রাথমিক প্রস্তাব আলভিটো দিয়ে আসবেন বলে জানা গিয়েছে।
এদিকে নতুন মরশুমে কার্লেস কুয়াদ্রাত দলের ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করার ব্যাপারে জোর দিতে বলেছেন। সেই কারণে মহমেডান স্পোর্টিং থেকে ডেভিডকে তুলে নেওয়ার প্রক্রিয়া কার্যত পাকা করার পরে আইজল এফসি'র লালরিনজুয়ালাকে দলে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হল ইস্টবেঙ্গল। আই লিগে সর্বোচ্চ গোলদাতা এই তরুণ উইঙ্গার। নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসিও লালরিনজুয়ালাকে দলে নিতে চাইছে। নতুন মরসুমে কলকাতা লিগের জন্য শক্তিশালী দল গড়তে চাইছে ইস্টবেঙ্গল। সেই জন্য ভবানীপুর ক্লাবের চাকু মাণ্ডি এবং বিজয় মর্মুকে সই করিয়েছেন লাল-হলুদ রিক্রুটারারা ৷
ইস্টবেঙ্গলের মত মোহনবাগান সুপারজায়ান্টও দল গঠনে নেমে পড়েছেন । পেত্রাতোস জনি কাউকো ছাড়া বাকি চার বিদেশিকে সম্ভবত ছাড়তে চলেছে সবুজ-মেরুন । ইউস্তেকে ছেড়ে ডিফেন্ডার হিসেবে ইরানের লিগে খেলা এক ডিফেন্ডারকে নেওয়ার চেষ্টা চলছে । এদিকে, আই লিগ কার্যত চ্যাম্পিয়ন হতে চলেছে মহমেডান স্পোর্টিং-এ। শনিবার শিলং লাজং এফসির বিরুদ্ধে খেলা । ওই ম্যাচটি জিততে পারলেই আই লিগ চ্যাম্পিয়ন হবে তারা । তাই প্রস্তুতিতে ডুবে আন্দ্রে চেরেনিশভের ছেলেরা । সাদা-কালো শিবিরের রিক্রুটাররাও দলবদলের প্রস্তুতিতে । আপাতত আলেক্সিস গোমেজকে চুক্তিবদ্ধ করতে চায়। চ্যাম্পিয়ন নিশ্চিত হলেই কাজটা সেরে ফেলতে চায় তারা।
আরও পড়ুন:
- দিল্লির বিরুদ্ধে টস জিতে ব্যাটিং কেকেআরের, নেই নীতীশ রানা
- আইপিএলের হাত ধরেই দেশের জার্সি গায়ে চাপাতে চান ময়াঙ্ক
- ডাগ আউটে নেই কুয়াদ্রাত, অনিশ্চিত ক্রেসপো; জয় নিয়ে আশাবাদী লাল-হলুদ