কলকাতা, 10 সেপ্টেম্বর:আনোয়ার আলি ইস্যুতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির রিপোর্ট বকলমে কি আইএসএলের আগে মাঠের বাইরের লড়াইটা শুরু করে দিল ? ময়দানে কান পাতলে কিছু তেমনটাই আঁচ করা যাচ্ছে ৷ ফুটবলারের উপর চার মাসের ব্যান, আগামী দু'টি উইন্ডোয় ফুটবলার নেওয়ায় ক্লাবের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রায় 13 কোটির মত জরিমানা ৷ এরপরে ইস্টবেঙ্গলের করণীয় কী? সাংবাদিকদের ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, আইনজীবীদের জানিয়েছেন। এর বিরুদ্ধে আবেদন নিশ্চয় করবেন তাঁরা।
তবে এতকিছুর মধ্যেও পাশের ক্লাবকে খোঁচা দিতে ছাড়লেন না ময়দানের নীতু দা ৷ আনোয়ারের চার মাসের নির্বাসন ইস্যুতে বললেন, "ওর সঙ্গে চুক্তি তো পাঁচ বছরের ৷ অন্য কোথাও তো আর খেলবে না ৷" এরপরই জরিমানা দেওয়ার ব্য়াপারে পিএসসি'র এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দেন দেবব্রত সরকার ৷ তিনি বলেন, "আমি যতদূর জানি প্লেয়ার স্ট্য়াটাস কমিটি জরিমানা ঠিক করতে পারে না। এটা শৃঙ্খলারক্ষা কমিটির কাজ। আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। আবেদনের পথ যখন খোলা আছে, আবেদন করব।"