কলকাতা, 11 জুন: আরও দুই মরশুম ইস্টবেঙ্গলে থাকছেন স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো ৷ গত মরশুমে ভালো পারফরম্যান্সের জেরে স্প্যানিশ মিডফিল্ডারকে যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট, তা আগেই জানা গিয়েছিল ৷ মঙ্গলবার এল সরকারি ঘোষণা ৷ স্প্যানিশ ফুটবলারের চুক্তি নবীকরণের পরে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, "সউল আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ ওর ভালো পারফরম্যান্স আমাদের গত মরশুমে ভালো খেলতে সাহায্য করেছিল ৷ সউলের দাপুটে ফুটবল আমাদের দলের আক্রমণে বাড়তি মাত্রা যোগ করে ৷ যা প্রতিপক্ষের সমস্যা তৈরি করে ৷"
আরও, দু’বছর লাল-হলুদ জার্সিতে চুক্তি নবীকরণে খুশি ক্রেসপো নিজেও ৷ তিনি বলছেন, "আমি খুব খুশি ইস্টবেঙ্গলে আরও দু’বছরের জন্য যুক্ত থাকতে পেরে ৷ এই দল এখন আমার পরিবার ৷ আমি সমর্থকদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত ৷ " 27 বছর বয়সি ক্রেসপো সুপার কাপের ফাইনাল ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন ৷ গত মরশুমে আইএসএলে 4 টি গোল করেছিলেন ৷ মাঝমাঠে তাঁর ভালো পারফরম্যান্স ইস্টবেঙ্গলের জয় পরাজয় ঠিক করে দিত ৷ স্বাভাবিকভাবেই নতুন মরশুমে দল গড়তে বসে ক্রেসপোকে রাখার সিদ্ধান্ত নিয়ে দু'বার ভাবেননি ইস্টবেঙ্গল রিক্রুটাররা ৷