কলকাতা, 12 অক্টোবর: আগামী শনিবার বড় ম্য়াচ ৷ অর্থাৎ হাতে সময় মাত্র সাতদিন ৷ তাই পুজোর 'হ্য়াংওভার' কাটিয়ে দশমীর সকালেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ নয়া কোচ অস্কার ব্রুজো এখনও শহরে এসে পৌঁছননি ৷ তাতে কী? তাঁর নির্দেশ মেনে কাজ শুরু করে দিলেন বিনো জর্জ ৷ শনিবার সকালে যুবভারতীর অনুশীলন মাঠে বিনোর অধীনে প্রায় ঘণ্টা দেড়েকের অনুশীলন চলল লাল-হলুদ ফুটবলারদের।
ভিসা সমস্যায় কলকাতায় পৌঁছতে সময় লাগছে নয়া স্প্যানিশ কোচের ৷ তবে গত ম্যাচে দায়িত্ব সামলানো ডেভলপমেন্ট দলের কোচ বিনো জর্জের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন কার্লেস কুয়াদ্রাতে উত্তরসূরি ৷ তাঁর কথামতই পুজোয় দিনকয়েকের ছুটির পর 19 অক্টোবরের ম্যাচের প্রস্তুতি শুরু লাল-হলুদে ৷ শুক্রবার দলের ফুটবলারদের সঙ্গে জুম কলে টিম মিটিং করেছেন ব্রুজো ৷ সেখানেই নয়া কোচের যাবতীয় নির্দেশ পেয়ে গিয়েছেন নন্দকুমার শেকর, সৌভিক চক্রবর্তীরা ৷