পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নয়া কোচের নির্দেশ, দশমীর সকালে বড় ম্যাচের প্রস্তুতি শুরু লাল-হলুদে

নয়া কোচ শহরে এসে পৌঁছননি তো কী? নয়া কোচের নির্দেশ মেনে দশমীর সকালে লাল-হলুদ ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন বিনো জর্জ ৷

EAST BENGAL PRACTICE
প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ফুটবলাররা (EAST BENGAL FC)

By ETV Bharat Sports Team

Published : Oct 12, 2024, 4:54 PM IST

কলকাতা, 12 অক্টোবর: আগামী শনিবার বড় ম্য়াচ ৷ অর্থাৎ হাতে সময় মাত্র সাতদিন ৷ তাই পুজোর 'হ্য়াংওভার' কাটিয়ে দশমীর সকালেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ নয়া কোচ অস্কার ব্রুজো এখনও শহরে এসে পৌঁছননি ৷ তাতে কী? তাঁর নির্দেশ মেনে কাজ শুরু করে দিলেন বিনো জর্জ ৷ শনিবার সকালে যুবভারতীর অনুশীলন মাঠে বিনোর অধীনে প্রায় ঘণ্টা দেড়েকের অনুশীলন চলল লাল-হলুদ ফুটবলারদের।

ভিসা সমস্যায় কলকাতায় পৌঁছতে সময় লাগছে নয়া স্প্যানিশ কোচের ৷ তবে গত ম্যাচে দায়িত্ব সামলানো ডেভলপমেন্ট দলের কোচ বিনো জর্জের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন কার্লেস কুয়াদ্রাতে উত্তরসূরি ৷ তাঁর কথামতই পুজোয় দিনকয়েকের ছুটির পর 19 অক্টোবরের ম্যাচের প্রস্তুতি শুরু লাল-হলুদে ৷ শুক্রবার দলের ফুটবলারদের সঙ্গে জুম কলে টিম মিটিং করেছেন ব্রুজো ৷ সেখানেই নয়া কোচের যাবতীয় নির্দেশ পেয়ে গিয়েছেন নন্দকুমার শেকর, সৌভিক চক্রবর্তীরা ৷

শনিবারের অনুশীলনে আশার খবর গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোসের ফিট হয়ে ওঠা ৷ রিহ্যাব চললেও প্রায় সুস্থ তিনি ৷ অর্থাৎ, তাঁকে রেখেই বড় ম্যাচের ঘুঁটি সাজাবেন ব্রুজো ৷ একই কথা প্রযোজ্য ফুলব্য়াক মহম্মদ রাকিপ সম্পর্কেও। কুয়াদ্রাত জমানার ফিজিয়ো কার্লোস জিমেনেজের পরিবর্তে ইতিমধ্যে নতুন ফিজিয়ো নিযুক্ত হয়েছেন ইস্টবেঙ্গলে। সবমিলিয়ে চার ম্য়াচে হারের ধাক্কার পরও ডার্বিকে সামনে রেখেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৷

শেষ ম্যাচে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে 0-2 হারতে হলেও দলের পারফরম্যান্সের মান যথেষ্ট ভালো ছিল। অর্থাৎ, কুয়াদ্রাত বিদায়ের প্রেক্ষাপটে ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে মরিয়া তাগিদ দেখা গিয়েছে। ফুটবলাররা মানছেন একটা জয় পরিস্থিতি বদলে দেবে। সেই একটি জয়ের লক্ষ্যেই ডার্বির প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলে।

ABOUT THE AUTHOR

...view details