পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথমবার টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, বেঁচে রইল সুপার সিক্সের আশা - East Bengal ISL

East Bengal ISL: প্রতিপক্ষকে বেকায়দায় পেয়ে চেপে ধরার বদলে তাদের ফিরে আসার সুযোগ দেয় ইস্টবেঙ্গল। ফলে বাড়তি একটা চাপ পুরো দলের উপর এসে পড়ে। সময়-সময় তা সামলানো কঠিনও হয়ে যায়। তবে এবার শেষ হাসি হাসল লালহলুদ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 10:12 PM IST

কলকাতা, 7 এপ্রিল: পরপর দুটো ম্যাচে জয়। আইএসএলের ইতিহাসে যা আগে কখনও করতে পারেনি ইস্টবেঙ্গল। রবিবার সেই অধরা স্বপ্ন পূরণ করে ফেলল তারা। একই সঙ্গে 21 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল। ইস্টবেঙ্গলের পক্ষে গোল সাওল ক্রেসপো এবং ক্লেটন সিলভার। বেঙ্গালুরু এফসি'র হয়ে গোল সুনীল ছেত্রীর।

সুযোগ নষ্টের প্রদর্শনী ইস্টবেঙ্গলের খেলার অন্যতম বৈশিষ্ট্য। প্রতিপক্ষকে বেকায়দায় পেয়ে চেপে ধরার বদলে তাদের ফিরে আসার সুযোগ দেয় ইস্টবেঙ্গল। ফলে বাড়তি একটা চাপ পুরো দলের উপর এসে পড়ে। সময়-সময় তা সামলানো কঠিনও হয়ে যায়। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি তাদের গোলের খাতা খুলল পেনাল্টির সৌজন্যে।

19 মিনিটে বক্সের মধ্যে নাওরেম মহেশ সিংকে ফাউল করা হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি সওল ক্রেসপো। যদিও এর আগে শিবশক্তি সহজ সুযোগ নষ্ট করায় বেঙ্গালুরু এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। গোল করে এগিয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গল কোনও এক অজ্ঞাত কারণে রক্ষনাত্মক হয়ে যায়। কেন এই খোলসে গুটিয়ে যাওয়া তার উত্তর নেই। এই অবস্থায় ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। 30 মিনিটে নাওরেম মহেশ সিংয়ের বাড়ানো বল থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করেন ক্লেটন সিলভা।

দ্বিতীয়ার্ধে কুয়াদ্রাতপান্টিচ, সায়ন, আমন সিকে নামান। বেঙ্গালুরু নামায় সুনীল ছেত্রী, সিবাল্ডো এবং মনিরুল মণ্ডলকে। শিবশক্তির বদলে সুনীলের মাঠে নামার মধ্যে ছিল বেঙ্গালুরুর প্রত্যাঘাতের ইঙ্গিত। ভারত অধিনায়ক তার লক্ষ্যে সফল। 60 মিনিটে সুনীলের শট বক্সের মধ্যে হরমনজ্যোৎ খাবরার হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি । গোল করতে ভুল করেননি সুনীল।

এগিয়ে থাকার সুবিধা থেকে পয়েন্ট নষ্টের আশঙ্কা। এই অবস্থায় সায়ন, আমন সিকের মরিয়া লড়াইয়ে ইস্টবেঙ্গল পাল্টা দিতে থাকে। 73 মিনিটে নিশু কুমারের সেন্টার থেকে গোল ক্লেটন সিলভার। যেন প্রথমার্ধে সহজ সুযোগ নষ্টের প্রায়শ্চিত্ত করলেন তিনি। সাত নম্বর ম্যাচে গোল পেলেন তিনি। চলতি আইএসএলে আট নম্বর গোল করলেন তিনি।

আরও পড়ুন

ধোনি গড়ে নাইট ঝড়ের পূর্বাভাস ! চতুর্থ জয়ের লক্ষ্যে নাইটদের বাজি বিধ্বংসী ব্যাটিং

আইএসএলের দরজা খুলতেই বাজেট ভাবনা মহমেডানে, কী বলছেন ইনভেস্টর-কর্তা?

বেঙ্গালুরুকে হারিয়ে কোন অধরা স্বপ্নপূরণ করতে চায় ইস্টবেঙ্গল ?

ABOUT THE AUTHOR

...view details