পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পৃথিবীর কোনও দেশে এমন হয় না ! ডার্বির ভেন্যুবদলে বিস্ফোরক ইস্টবেঙ্গল তারকা - ISL KOLKATA DERBY

ইস্টবেঙ্গল শুক্রবার সন্ধ্যার বিমানে গুয়াহাটি পৌঁছবে । তার আগে রক্ষণ থেকে মাঝমাঠের মধ্যে শক্তপোক্ত বাঁধন দেওয়ার প্রস্তুতি অস্কার ব্রুঁজোর কোচিংয়ে ।

ISL KOLKATA DERBY
ডার্বির ভেন্যুবদলে বিস্ফোরক ইস্টবেঙ্গল তারকা (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Jan 8, 2025, 7:55 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: চোটের চক্রব্যুহে ইস্টবেঙ্গলে আশার খবর সাউল ক্রেসপোর যোগদান । স্পেন থেকে চোট সারিয়ে ফিরলেন তিনি । রিহ্যাব করে ম্যাচ ফিট করে তোলার ওপর মাঠে ফেরা নির্ভর করবে । মুম্বই সিটি এফসি ম্যাচে পরিবর্ত হিসেবে নামা শৌভিক চক্রবর্তী মাঠের ধারে ফিজিওর কাছে ব্যস্ত রইলেন । সাবলীল দৌড় এবং কসরতে ডার্বিতে নামার ব্যাপারে আশার আলো ।

হুইল চেয়ারে মুম্বই ম্যাচের পরে স্টেডিয়াম ছেড়েছিলেন । চিকিৎসকের পরামর্শের দু’দিনের বিশ্রাম । মনে করা হচ্ছে, চোট গুরুতর নয় । ডার্বিতে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ । প্র্যাকটিস শেষে শৌভিক চক্রবর্তী জানিয়েছেন, তিনি খেলার মতো জায়গায় রয়েছেন, খেলবেন । ডার্বির প্রস্তুতির প্রথম দিনে আনোয়ার এবং শৌভিককে বাইরে রেখেই প্রস্তুতি শুরু করল লাল-হলুদ ।

রক্ষণ থেকে মাঝমাঠের মধ্যে শক্তপোক্ত বাঁধন দেওয়ার প্রস্তুতি অস্কার ব্রুঁজোর কোচিংয়ে (ইটিভি ভারত)

ইস্টবেঙ্গল শুক্রবার সন্ধ্যার বিমানে গুয়াহাটি পৌঁছবে । তার আগে রক্ষণ থেকে মাঝমাঠের মধ্যে শক্তপোক্ত বাঁধন দেওয়ার প্রস্তুতি অস্কার ব্রুঁজোর কোচিংয়ে । সাজঘরের যাবতীয় অস্ত্রে শান দিয়ে ডার্বির চ্যালেঞ্জ সামলাতে চাইছেন । অন্যদিকে, লাতিন আমেরিকার দেশ থেকেই মাদিহ তালালের বিকল্প খুঁজে নিয়েছে কলকাতার ক্লাব ৷ ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার রিচারেড এনরিকে সেলিস স্যাঞ্চেজকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল ৷ যদিও ডার্বির আগে তিনি শহরে আসছেন না ৷

কলকাতা থেকে ডার্বি স্থানান্তরিত । এই নিয়ে লাল-হলুদ কোচ কোনও মন্তব্য করতে চাননি । তবে অধিনায়ক ক্লেইটন সিলভা বলছেন, “দুর্ভাগ্যজনক । পৃথিবীর কোনও দেশে এমন হয় না । ব্রাজিলে ডার্বির শহর পরিবর্তন ভাবা যায় না । খারাপ লাগছে দু’দলের সমর্থকদের জন্য । কার্যত ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে, যা ফুটবলের ভালো বিজ্ঞাপন নয় ।”

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details