পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জিতে শেষ করার সুযোগ হাতছাড়া, বছরের শুরুতে তাই জয়ে চোখ অস্কারের - ISL 2024 25

হায়দরাবাদের বিরুদ্ধে পুরো পয়েন্ট খুইয়েও হাত কামড়াচ্ছেন না ৷ বরং লাল-হলুদ কোচের চোখ বছরের প্রথম ম্য়াচে ৷

OSCAR BRUZON
অস্কার ব্রুজোঁ (EAST BENGAL MEDIA)

By ETV Bharat Sports Team

Published : Dec 29, 2024, 8:02 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর:বর্ষশেষে পা কাটল পচা শামুকে ৷বেকায়দায় থাকা হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে পুরো পয়েন্ট হাতছাড়া ইস্টবেঙ্গলের ৷ তাও আবার শেষ মিনিটে গোল হজম করে। ফলে এক পয়েন্ট ঘরে এলেও লিগ টেবিলে অবস্থান বদল হল না। শেষ ছয়ে প্রবেশের দৌড়ে নিজামের শহরে দু'পয়েন্ট খোয়ানোর বিষয়টি বড় হয়ে দেখা দিতে পারে পরবর্তীতে, মত বিশেষজ্ঞদের ৷ তবে শনিবারের তিন পয়েন্ট হাতছাড়া নিয়ে হাত কামড়ানোর পক্ষপাতী নন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ ৷ তাঁর মাথায় ঢুকে গিয়েছে নতুন বছরের প্রথম ম্য়াচ ৷

আগামী 6 জানুয়ারি মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। তার আগে ব্রুজোঁ আশ্বস্ত হচ্ছেন গত ছ'টি ম্যাচে মোট 18 পয়েন্টের মধ্যে 14 পয়েন্ট ঘরে আসায়। পয়েন্ট ঘরে আসার ধারাবাহিকতাই বজায় রাখতে চান স্প্যানিশ কোচ। বিশেষ করে ঘরের মাঠের ম্যাচগুলো থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়ায় জোর দিচ্ছেন ব্রুজোঁ। স্বাভাবিকভাবেই হায়দরাবাদের বিরুদ্ধে দু'পয়েন্ট হাতছাড়া করার আক্ষেপ লুকিয়ে সামনে তাকাচ্ছেন ইস্টবেঙ্গল গ্যাফার। ব্রুজোঁ বলছেন, "যতক্ষণ আমরা অ্যাওয়ে ম্যাচগুলিতে পয়েন্ট সংগ্রহ করতে পারছি, ততক্ষণ আমাদের হতাশ হওয়ার কিছু নেই। সকলেরই মনে হচ্ছে আমরা দু’পয়েন্ট হারিয়েছি। কিন্তু সেটা হয়েছে অ্যাওয়ে ম্যাচে।"

গত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই অপরাজিত লাল-হলুদ বাহিনী। এই ইতিবাচক বিষয়গুলিকেই মনে রাখতে চান কোচ। ব্রুজোঁ আরও বলছেন, "এখন আমরা আগের চেয়ে অনেক ধারাবাহিকভাবে এগোচ্ছি এবং পয়েন্ট অর্জন করছি, যা মরশুমের শুরুতে পারিনি। আশা করি এই এক পয়েন্ট আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।

নতুন বছরের শুরুতেই মাদিহ তালালের পরিবর্ত ঘোষণা করতে চলেছে দল। তাঁকে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যাবে। বছরের প্রথম ম্যাচে নতুন ফুটবলারের অভিষেক না-হলেও পরের ম্যাচ অর্থাৎ, ডার্বিতে দেখা যেতে পারে নয়া বিদেশিকে। 11 জানুয়ারি ফিরতি ডার্বি যদি গঙ্গাসাগার মেলার কারণে পিছিয়ে যায় তাহলে নতুন বিদেশির মানিয়ে নেওয়ার ক্ষেত্রে খানিক সুবিধা হবে বৈকি। একই সময়ে ম্যাচে ফেরার কথা সাউল ক্রেসপোরও ৷ তবে আপাতত নতুন বছরের ছুটি ৷ পরিবারের সঙ্গে কাটিয়ে তারপরেই মিশন মুম্বই শুরু করতে চাইছেন ব্রুজোঁ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details