কলকাতা, 29 ডিসেম্বর:বর্ষশেষে পা কাটল পচা শামুকে ৷বেকায়দায় থাকা হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে পুরো পয়েন্ট হাতছাড়া ইস্টবেঙ্গলের ৷ তাও আবার শেষ মিনিটে গোল হজম করে। ফলে এক পয়েন্ট ঘরে এলেও লিগ টেবিলে অবস্থান বদল হল না। শেষ ছয়ে প্রবেশের দৌড়ে নিজামের শহরে দু'পয়েন্ট খোয়ানোর বিষয়টি বড় হয়ে দেখা দিতে পারে পরবর্তীতে, মত বিশেষজ্ঞদের ৷ তবে শনিবারের তিন পয়েন্ট হাতছাড়া নিয়ে হাত কামড়ানোর পক্ষপাতী নন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ ৷ তাঁর মাথায় ঢুকে গিয়েছে নতুন বছরের প্রথম ম্য়াচ ৷
আগামী 6 জানুয়ারি মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। তার আগে ব্রুজোঁ আশ্বস্ত হচ্ছেন গত ছ'টি ম্যাচে মোট 18 পয়েন্টের মধ্যে 14 পয়েন্ট ঘরে আসায়। পয়েন্ট ঘরে আসার ধারাবাহিকতাই বজায় রাখতে চান স্প্যানিশ কোচ। বিশেষ করে ঘরের মাঠের ম্যাচগুলো থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়ায় জোর দিচ্ছেন ব্রুজোঁ। স্বাভাবিকভাবেই হায়দরাবাদের বিরুদ্ধে দু'পয়েন্ট হাতছাড়া করার আক্ষেপ লুকিয়ে সামনে তাকাচ্ছেন ইস্টবেঙ্গল গ্যাফার। ব্রুজোঁ বলছেন, "যতক্ষণ আমরা অ্যাওয়ে ম্যাচগুলিতে পয়েন্ট সংগ্রহ করতে পারছি, ততক্ষণ আমাদের হতাশ হওয়ার কিছু নেই। সকলেরই মনে হচ্ছে আমরা দু’পয়েন্ট হারিয়েছি। কিন্তু সেটা হয়েছে অ্যাওয়ে ম্যাচে।"