চেন্নাই, 7 ডিসেম্বর: দুরন্ত ইস্টবেঙ্গল ৷ নর্থইস্ট ম্যাচ থেকে যেন বদলে গিয়েছে লাল-হলুদ ৷ মোহনবাগান এফসি-র বিরুদ্ধে চেন্নাইয়িন এফসির খেলা দেখে হোমওয়ার্ক সেরে নিয়েছিলেন হেডস্যার অস্কার ব্রুঁজো । প্রথমার্ধে চেন্নাইয়িন এফসি’র আক্রমণ সামলে মরশুমের দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল ৷ যদিও সুখের দিনে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরও অনাবশ্যক হলুদ কার্ড দেখলেন অধিনায়ক সাউল ক্রেসপো ৷ ফলে ওড়িশা এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাবে না লাল-হলুদ ৷
পরিবর্ত ক্লেইটন সিলভা, মহেশ নওরেম সিং, সাউল ক্রেসপো এবং পিভি বিষ্ণু । চারমূর্তির পাসিংয়ে ভাঙে চেন্নাইয়িন এফসির রক্ষণ । মরশুমের তিন নম্বর গোলটি ইস্টবেঙ্গলের জার্সিতে করে ফেললেন বিষ্ণু । তরুণ উইঙ্গার গত মরশুম থেকেই নজর কেড়েছেন । চলতি মরসুমে কোচের অটোমেটিক চয়েস হয়ে উঠতে চলেছেন । নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্যত একাই প্রতিপক্ষকে ফুঁড়ে দিয়েছিলেন । চেন্নাইয়িনের বিরুদ্ধেও অক্লান্ত দৌড়লেন । গোল এল তার পা থেকে । পরিবর্ত জিকসনের গোলে চেন্নাই এক্সপ্রেস বেলাইন করার কাজটা করে দিল লাল-হলুদ ।
রক্ষণ সামলে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল নিয়েছিলেন অস্কার ব্রুঁজো । 4-5-1 ছকে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস একমাত্র স্ট্রাইকার । বিরতির আগে এই ছকে ইস্টবেঙ্গল যে প্রচুর সুযোগ তৈরি করেছে তা নয় । বরং চিমাচুকু সফল হলে নামের পাশে একাধিক গোল থাকত । তবে তাঁর ব্যর্থতার পেছনে লাল-হলুদ রক্ষণের কৃতিত্ব অস্বীকার করা যাবে না । এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেই ইস্টবেঙ্গল রক্ষণ অক্ষত । শনিবার চেন্নাইয়ের মাটিতে অপরিবর্তিত ।