ব্যারাকপুর, 30 জুন: লিগের শুরুতে লাল-হলুদ ঝড়ে লণ্ডভণ্ড টালিগঞ্জ। রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে 7-1 গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারাল বিনো জর্জের ইস্টবেঙ্গল। জেসিন টিকে'র জোড়া গোল ছাড়াও স্কোরশিটে নাম তুললেন শ্যামল বেসরা, আমন সিকে, সুব্রত মুর্মু, আনান্থু, সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ টালিগঞ্জের হয়ে একমাত্র গোল সঞ্জয় শর্মার।
জায়ান্ট কিলার হিসেবে টালিগঞ্জ অগ্রগামীর পরিচিতি থাকলেও সেসব এখন অতীতের ছায়ামাত্র ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে সঞ্জয় শর্মার গোল ছাড়া দলের পুরো পারফরম্যান্সই ছন্নছাড়া । অন্যদিকে সাত গোলে জিতেও উন্নতির অবকাশ রয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এদিন ম্যাচের 15 মিনিটে শ্যামল বেসরার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গলের। তার আগে অবশ্য জোড়া সুযোগ নষ্ট করেন আমন সিকে এবং রোশল পিপি। লাল-হলুদের দ্বিতীয় গোল আমন সিকে'র। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল ৷