পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

যুবভারতীতে 'দুর্ধর্ষ' ইস্টবেঙ্গল, জামশেদপুরকে হারিয়ে সমর্থকদের ক্রিসমাস গিফ্ট লাল-হলুদের - ISL 2024 25

জামশেদপুর এফসি'কে একমাত্র গোলে হারিয়ে আইএসএলে চতুর্থ জয়টি কুড়িয়ে নিল লাল-হলুদ ৷ একাদশে ফিরে ম্য়াচের জয়সূচক গোলটি দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের ৷

EBFC vs JFC
গোলের পর দিমির উচ্ছ্বাস (EAST BENGAL TWITTER)

By ETV Bharat Sports Team

Published : Dec 21, 2024, 9:29 PM IST

Updated : Dec 21, 2024, 9:38 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: ভিসেন্তে দেল বস্কের স্পেন দলটার কথা মনে আছে? তিকিতাকায় বিপক্ষকে নাজেহাল করে দিত যাঁরা ৷ যুবভারতীতে শনিবার যেন সেই তিকিতাকা ফুটবল প্রতিচ্ছবি ইস্টবেঙ্গলের খেলায় ৷ মাঠজুড়ে প্রাণবন্ত ফুটবল পিভি বিষ্ণু, নন্দকুমার শেকর, ক্লেইটন সিলভাদের ৷ ফলস্বরূপ জামশেদপুর এফসি'কে একমাত্র গোলে হারিয়ে আইএসএলে চতুর্থ জয়টি কুড়িয়ে নিল লাল-হলুদ ৷ তবে জয় আসতে পারত চার-পাঁচ গোলে ৷ যা হল না গোলনষ্টের প্রদর্শনীতে ৷ একাদশে ফিরে ম্য়াচের জয়সূচক গোলটি দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের ৷

নাওরেম মহেশ এবং ডেভিড লালহ্লানসাঙ্গাকে বাদ রেখে খালিদ জামিলের দলের বিরুদ্ধে এদিন একাদশ সাজান অস্কার ব্রুজোঁ ৷ পরিবর্তে একাদশে ফেরেন পিভি বিষ্ণু ও দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে বিপক্ষ রক্ষণকে ফালা-ফালা করে দিতে থাকেন লাল-হলুদ ফুটবলাররা ৷ দুই প্রান্তিক আক্রমণে প্রচুর সুযোগ প্রথমার্ধে তৈরি করে কলকাতা জায়ান্টরা ৷ কিন্তু সেগুলো গোলে কনভার্ট হচ্ছিল না কিছুতেই ৷ গ্যালারিতে বসে তখন হতাশায় হাত কামড়াচ্ছে লাল-হলুদ জনতা ৷

গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ নন্দকুমার শেকর ৷ তারইমধ্যে আনোয়ার আলির শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে অস্কার ব্রুজোঁর দলে ৷ কিন্তু আক্রমণে এতটুকু ধার কমেনি গত ম্যাচে দুরন্ত কামব্য়াক করা লাল-হলুদের ৷ এরইমধ্যে চোট পেয়ে মাঠ ছেড়ে কোচের চিন্তা বাড়ান মহম্মদ রাকিপ ৷ গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ ৷

প্রথমার্ধ যে ছন্দে শেষ করেছিল ইস্টবেঙ্গল, দ্বিতীয়ার্ধ শুরু করে সে ছন্দেই ৷ তবে দ্বিতীয়ার্ধেও প্রথমে সহজ সুযোগ নষ্ট করে বসেন গ্রিক স্ট্রাইকার ৷ তবে 60 মিনিটে গোল করে তার প্রায়শ্চিত্ত করেন দিমি ৷ ক্লেইটনের বাড়ানো বল ধরে নন্দকুমারের ঠিকানা লেখা ক্রস জালে ঠেলে লাল-হলুদকে তিন পয়েন্ট এনে দেন দিয়ামান্তাকোস ৷ বিষ্ণুর একটি একক প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত না-হলে ব্যবধান বাড়ত ৷ শেষদিকে জামশেদপুর মরণ-কামড় দিলেও অক্ষত থাকে লাল-হলুদের গোলদুর্গ ৷ জয়ের ফলে 12 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশে উঠে এল ইস্টবেঙ্গল ৷

পারফরম্যান্সে যে তিনি খুশি, সেটা ম্যাচ শেষে একবাক্যে মেনে নিলেন লাল-হলুদ কোচ ব্রুজোঁ ৷ একইসঙ্গে গোল নষ্ট হলেও প্রতিপক্ষ বক্সে দলের ফুটবলারদের আস্ফালনকে ইতিবাচক ধরেই সামনে তাকাতে চাইছেন তিনি ৷

আরও পড়ুন:

Last Updated : Dec 21, 2024, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details