কলকাতা, 21 ডিসেম্বর: ভিসেন্তে দেল বস্কের স্পেন দলটার কথা মনে আছে? তিকিতাকায় বিপক্ষকে নাজেহাল করে দিত যাঁরা ৷ যুবভারতীতে শনিবার যেন সেই তিকিতাকা ফুটবল প্রতিচ্ছবি ইস্টবেঙ্গলের খেলায় ৷ মাঠজুড়ে প্রাণবন্ত ফুটবল পিভি বিষ্ণু, নন্দকুমার শেকর, ক্লেইটন সিলভাদের ৷ ফলস্বরূপ জামশেদপুর এফসি'কে একমাত্র গোলে হারিয়ে আইএসএলে চতুর্থ জয়টি কুড়িয়ে নিল লাল-হলুদ ৷ তবে জয় আসতে পারত চার-পাঁচ গোলে ৷ যা হল না গোলনষ্টের প্রদর্শনীতে ৷ একাদশে ফিরে ম্য়াচের জয়সূচক গোলটি দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের ৷
নাওরেম মহেশ এবং ডেভিড লালহ্লানসাঙ্গাকে বাদ রেখে খালিদ জামিলের দলের বিরুদ্ধে এদিন একাদশ সাজান অস্কার ব্রুজোঁ ৷ পরিবর্তে একাদশে ফেরেন পিভি বিষ্ণু ও দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে বিপক্ষ রক্ষণকে ফালা-ফালা করে দিতে থাকেন লাল-হলুদ ফুটবলাররা ৷ দুই প্রান্তিক আক্রমণে প্রচুর সুযোগ প্রথমার্ধে তৈরি করে কলকাতা জায়ান্টরা ৷ কিন্তু সেগুলো গোলে কনভার্ট হচ্ছিল না কিছুতেই ৷ গ্যালারিতে বসে তখন হতাশায় হাত কামড়াচ্ছে লাল-হলুদ জনতা ৷
গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ নন্দকুমার শেকর ৷ তারইমধ্যে আনোয়ার আলির শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে অস্কার ব্রুজোঁর দলে ৷ কিন্তু আক্রমণে এতটুকু ধার কমেনি গত ম্যাচে দুরন্ত কামব্য়াক করা লাল-হলুদের ৷ এরইমধ্যে চোট পেয়ে মাঠ ছেড়ে কোচের চিন্তা বাড়ান মহম্মদ রাকিপ ৷ গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ ৷