কলকাতা, 19 ফেব্রুয়ারি: আগামী মাসের 2, 5, 8 এবং 12 তারিখ ইস্টবেঙ্গলের আইএসএল এবং এএফসি চ্য়ালেঞ্জ লিগের খেলা রয়েছে। লাল-হলুদের কাছে দু'টো টুর্নামেন্টই সমান গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় সূচি জটে ভাবিত ইস্টবেঙ্গল ৷ সমস্যা কাটাতে লাল-হলুদ ইতিমধ্যেই এফএসডিএলের কাছে সূচি বদলের আবেদন করেছে বলে খবর। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের আশা দেশের সম্মানের বিষয়টি চিন্তা করে আইএসএল কর্তৃপক্ষ তাঁদের আবেদনটি গুরুত্ব নিয়ে ভেবে দেখবে।
আগামী 5 মার্চ তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগ-এর বিরুদ্ধে এএফসি চ্য়ালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের হোম ম্যাচটি খেলবে ইস্টবেঙ্গল। ফিরতি ম্যাচটি তুর্কমেনিস্তানের ক্লাবটির ঘরের মাঠে হবে 12 মার্চ। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে এই দু'টি ম্য়াচের সঙ্গেই ইস্টবেঙ্গলকে খেলতে হবে জোড়া আইএসএল ম্য়াচ ৷ 2 মার্চ ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি এবং 8 মার্চ অ্য়াওয়ে ম্য়াচে নর্থ-ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে হবে অস্কার ব্রুজোঁর ছেলেদের ৷ যা সুপার সিক্সের নিরিখে গুরুত্বপূর্ণ হতে পারে ৷ এগারো দিনে দু'টি প্রতিযোগিতায় চারটি ম্যাচের ধকল নেওয়া ফুটবলারদের পক্ষে কার্যত অসম্ভব ৷ সেকথা মাথায় রেখেই এফএসডিএলের দ্বারস্থ লাল-হলুদ ৷
এদিকে আইএসএলে সুপার সিক্সের দৌড়ে টিকে থাকতে শেষ চার ম্য়াচে জয় লাগবেই লাগবে ইস্টবেঙ্গলের ৷ তারপরেও তাকাতে হবে অন্য সমীকরণের দিকে ৷ আগামী শনিবার শেষ চার ম্য়াচের প্রথমটি খেলবে অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷ পঞ্জাবের মাঠে প্রতিপক্ষ পঞ্জাব এফসি ৷ তার আগে বুধবার ড্রেসিংরুমে পালিত হল জেসিন টিকে'র জন্মদিন ৷ সুপার সিক্সে পৌঁছনোর অঙ্কের বাস্তবায়ন হওয়া কঠিন। তাই কোচ যতটা সম্ভব উপরের দিকে শেষ করার লক্ষ্য নিয়েছেন। পাশাপাশি এএফসি কাপের প্রস্তুতির বিষয়টিও রয়েছে স্প্যানিশ ভদ্রলোকের পরিকল্পনায়।