তাসখন্দ, 27 মে:এভাবেও ফিরে আসা যায় ৷ প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ যে করতে পারবেন না, তা আগেই জানা ছিল বঙ্গতনয়ার। তবু এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বছর তিরিশের দীপা ৷ রবিবার দীপার ঐতিহাসিক সোনা জয়ে বিদেশের মাটিতে উড়ল ভারতের পতাকা ৷
যোগ্যতা অর্জন পর্বে 12650 স্কোর করে অষ্টমস্থানে ছিলেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ফাইনাল রাউন্ডের দু'টি প্রচেষ্টায় প্রতিযোগিতার শেষদিনে দীপার গড় স্কোর ছিল 13.566। উত্তর কোরিয়ার কিম সন হায়াং এবং জো কিয়ং বায়োল যথাক্রমে 13.466 ও 12.966 স্কোর করে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জেতেন। তাঁদের স্কোর দীপার থেকে বেশ খানিকটা পিছিয়ে ৷ ফাইনালে টানটান লড়াইয়ের পরে শেষ হাসি হাসেন দীপা। 2016 রিও অলিম্পিক্সে ভল্ট ফাইনালে চতুর্থ স্থান অর্জনকারী দীপা 2015-তে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ৷