কলকাতা, 28 অগস্ট: 'ময়দানে কিছুই স্ট্যাটিক নয় ৷' মোহনবাগানের প্রাক্তন সচিব স্বর্গীয় অঞ্জন মিত্রের বিখ্যাত উক্তি অরণ্যর প্রাচীন প্রবাদের মত ৷ সেই সূত্র ধরেই বলা যায় মোহনবাগান জনতা 'বাজপাখি' নামে চিনত শিলটন পাল'কে ৷ কিন্তু শিলটনের থেকে ছিনিয়ে নেওয়ার পথে বিশাল কাইথ ৷ মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালের পর দিমিত্রি পেত্রাতোস তো জানিয়েই দিলেন, বিশাল কাইথ-ই বাগানের বাজপাখি।
বিশাল কাইথের বিশ্বস্ত দস্তানায় বেঙ্গালুরুকে হারিয়ে ফের একবার ডুরান্ড কাপ ফাইনালে সবুজ-মেরুন। ফাইনালে প্রবেশের নায়ক হিসাবে স্বাভাবিকভাবেই বিশালকে বেছে নিয়েছেন দিমিত্রি। অজি ফুটবলার বলছেন, "বিশাল আমাদের সত্যিকারের বাজপাখি। ওর উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে।" বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও ফায়দা তুলতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। পেত্রাতোস যদিও সুযোগ নষ্টে চিন্তিত নন। তাঁর কথায়, "আমরা গোলের সুযোগ তৈরি করছি এটাই সবচেয়ে ইতিবাচক।"