কলকাতা, 24 জুলাই:‘লাস্ট লাইন অব ডিফেন্স’ আরও শক্তিশালী করল মোহনবাগান ৷ শুধু বিশাল কাইথ নয়, এফসি গোয়া থেকে 24 বছর বয়সি গোলকিপার ধীরাজ সিংকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট । এক কথায় ধীরাজের এই দলবদল ‘ঘরে ফেরা’ । ধীরাজ ভারতের জার্সিতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলেছেন । যুব বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল । একাধিক ক্লাব তাঁকে পেতে আগ্রহী থাকে প্রতিবছর । ফলে তরুণ এই গোলকিপারকে দলে ফিরিয়ে নিতে পারা মোহনবাগান রিক্রুটারদের সাফল্য ।
মণিপুরের ছেলে ধীরাজ । অসাধারণ রিফ্লেক্স এবং সময়জ্ঞানে ভর দিয়ে দলকে ভরসা দিতে সিদ্ধহস্ত । 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হয়েছিল ভারতে ৷ একবারই ভারত যুব বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল । সেখানেই নজরে পড়েছিলেন সাহসী গোলরক্ষায় ভরসা করে । গত তিন বছর এফসি গোয়াতে গোলরক্ষা করেছেন । গোয়ার জার্সিতে 53টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি । 2019-2021 পর্যন্ত তিনি ছিলেন মোহনবাগানে । একটি ম্যাচও খেলেছিলেন বাগানের জার্সিতে । 2017 সালে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ক্লাব ফুটবলে আত্মপ্রকাশ ধীরাজের । এরপর 2018-19 মরশুমে তিনি খেলেন কেরল ব্লাস্টার্সের হয়ে । 13টি ম্যাচ খেলেন ইয়েলো আর্মির হয়ে । মোহনবাগানের জার্সিতে সই করলেও সেভাবে সুযোগ পাননি । এবার ছবিটা ভিন্ন । ধীরাজ 29 জুলাই মোহনবাগান দিবসে দলের জার্সিতে প্রস্তুতিতে নামবেন ৷ প্রসঙ্গত, ওইদিনই হোসে মলিনার নেতৃত্বে মোহনবাগান সুপার জায়ান্টের গোটা সিনিয়র দল মাঠে নামবে ।