নয়াদিল্লি, 20 এপ্রিল:ফের প্রতিপক্ষকে বড় রানের টার্গেট দিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্তের সিদ্ধান্ত মতো ব্যাট করতে নামেন নিজামের শহরের দলটি ৷ তাতে 20 ওভার শেষে প্রথম ব্যাট করে হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সদের স্কোর 7 উইকেট খুইয়ে 266 ৷ এর রানের নায়ক ফের অজি ব্যাটার ট্র্য়াভিস হেড ৷ 32 বলে 89 রানের অনবদ্য ইনিংস তাঁর সাজানো 11টা চার ও 6টা ছ'য়ে ৷ তবে তার আগে 26 বলে 84 রান করতেই তিনি ভাঙেন ডেভিড ওয়ার্নারের রেকর্ড ৷ 2019 সালে কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে 25 বলে 62 রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ওয়ার্নারের সামনেই ভেঙে দিলেন হেড।
এদিন আরও একটি নজির গড়েন হায়দরাবাদের দুই ওপেনার ৷ ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা মিলে এদিন আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রানের কেকেআরের রেকর্ডকে হারালেন তাঁরা ৷ 2017-তে কেকেআরের দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারিন 6 ওভারে 105 রান করেছিলেন। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে গেল। হেড ও অভিষেক 6 ওভারে 125 রান তোলেন ৷ সেইসঙ্গে চলতি কোটিপতি লিগে এনিয়ে তিনবার 250 রান পার করে সানরাইজার্স হায়দরাবাদ ৷
এদিন শাহবাজ আহমেদ 59 রান করে অপরাজিত থেকে যান ও নীতীশ রেড্ডি 37 রান করেন ৷ বাকিরা কেউই 15-র গণ্ডি টপকাতে পারেননি ৷ অন্যদিকে, দিল্লির বোলারদের মধ্যে নজর কেড়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব ৷ 4 ওভার বল করে 55 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছেন ৷ ট্র্যাভিস হেড ও অভিষেককে ফিরিয়েছেন তিনিই ৷ একটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ৷ কামিন্সকে রান আউট করেছেন ত্রিস্তান স্টাবস ও মুকেশ কুমার ৷
এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের চেয়ে ভালো পারফর্ম করেছে সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এই মরশুমে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস সাতটি ম্যাচ খেলেছে, যার মধ্যে তিনটি জিতেছে। যেখানে সানরাইজার্স হায়দরাবাদ ছয়টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা জিতেছে চারটিতে। চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
- শহরে কোহলি, স্পট বোলিং অনুশীলনে স্টার্ককে ছন্দে ফেরানোর চেষ্টায় নাইটরা
- রোহিতের নজির, জ্বলল সূর্যর ব্যাটও; জিততে পঞ্জাব কিংসের চাই 193
- জাড্ডুর কেরামতি, ধোনির হাড়ের জোর! লখনউকে ভদ্রস্থ রানের টার্গেট ইয়েলো ব্রিগেডের